হাতে গোনা আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। তার পরই মহালয়া আর পুজো।মহালয়ার দিন রেডিয়োতে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের গলায় ‘মহিষাসুরমর্দিনী’ শোনার জন্য বাঙালি অপেক্ষা করে থাকেন। ওই অনুষ্ঠান দিয়ে যেন শুরু হয় মা দুর্গার আগমন বার্তা। বছরের পর বছর এমনটাই হয়ে আসছে। সেই অনুষ্ঠান শেষ হলেই টিভির পর্দায় শুরু হবে দেবী বরণ অনুষ্ঠান।
এবার কালার্স বাংলা চ্যানেলে মহিষাসুরমর্দিনী রূপে দেখা যাবে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে সে খবর আগেই প্রকাশ পেয়েছিল লেটেস্টলি বাংলায়। তবে মহিষাসুর ছাড়া মহিষাসুরমর্দিনী অসম্পূর্ণ, এবার চ্যানেল কর্তৃপক্ষ যে ট্রেলার প্রকাশ করলেন তাতে প্রকাশ পেল ঋতুপর্ণার বিপরীতে মহিষাসুররূপে আসছেন টেলিভিশন-সিনেমার জনপ্রিয় মুখ সৌরভ চক্রবর্তী। ঋতুপর্ণা ও সৌরভ ছাড়াও থাকছেন আরও দশজন অভিনেত্রী। যাঁরা দেবীর দশ অবতাররূপে সামনে আসবেন। দেবলীনা দত্ত, রিমঝিম মিত্র থেকে শুরু করে অদ্রিজা রায়, শ্রুতি দাস-এমন অনেক পরিচিত টেলিভিশনের অভিনেত্রীদের পাওয়া যাবে ‘দেবী দশমহাবিদ্যা’য়।দেখুন সেই প্রোমো-
View this post on Instagram