Photo Credit_Instagram

নস্টালজিয়া উস্কে আবারও আসছে ‘মহাভারত’। তবে টিভির পর্দায় বা বড় পর্দায় নয়। এবার ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাবে দেশবাসীর জীবনের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে থাকা এই মহাকাব্য। ডিজনি প্লাস্ট হটস্টারের তরফে সোশ্যাল মিডিয়ায় করা হল এক পোস্ট সেখানেই জানা গেছে খুব তাড়াতাড়ি আসছে এই মহাকাব্য। ওটিটি প্ল্যাটফর্মেই সিরিজের আকারে দেখান হবে এই মহাকাব্য। ‘মহাভারত’-এর প্রযোজক হিসাবে থাকছেন মধু মন্তেনা, মিথোভার্স স্টুডিয়ো ও অল্লু এন্টারটেনমেন্ট। ১৯৮৮ সালে দূরদর্শনের জন্য নির্মিত বি আর চোপড়ার ‘মহাভারত’ ভারতের টেলিভিশন ইতিহাসে অনন্য নজির গড়েছিল। ওই মহাকাব্য দেখার জন্য রাস্তাঘাট ফাঁকা হয়ে যাওয়ার উদাহরণও রয়েছে। এমনকি ২০১৩ সালেও টেলিভিশনের জন্য নির্মিত হয়েছিল মহাভারত সিরিজ। সেই সিরিজও হিট হয়েছিল।এখন দেখার নতুন এই ওটিটি সিরিজ দর্শকদের মন জয় করতে পারে কিনা।

 

View this post on Instagram

 

A post shared by Disney+ Hotstar (@disneyplushotstar)