তাপস পালের মৃত্যুতে শোকপ্রকাশ মাধুরী দীক্ষিতের (Photo credits: File Photo)

মুম্বই, ১৮ ফেব্রুয়ারি: মঙ্গলবার ভোরেই মারা গিয়েছেন জনপ্রিয় অভিনেতা তাপস পাল (Bengali Actor Tapas Paul)। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ গোটা টলিউড (Tollywood)। সেই সঙ্গেই ডেবিউ ছবির (Debut Film) নায়কের প্রয়াণে শোকপ্রকাশ করলেন বলিউড তারকা মাধুরী দীক্ষিতও (Madhuri Dikshit)। এদিন বেলা গড়াতেই টুইট করে এই শোকাবহ পরিস্থিতিতে তাপস পালের পরিবারের প্রতিও সমবেদনা জানিয়েছেন তিনি।

তাপস পালের মৃত্যুর খবরে মঙ্গলবার বেলা ১টা ১৭ মিনিটে মাধুরী দীক্ষিত টুইট করে লিখেছেন, "অনেকের মতোই তাপস পালের মৃত্যুতে শূন্যতা অনুভব করছি। আমার প্রথম কাজ ওঁর সঙ্গেই। ঈশ্বরের কাছে প্রার্থনা, এই কঠিন সময়ে তাঁর পরিবারের সদস্যদের শান্তি দিন।" ১৯৮৪ সালে প্রথম বলিউডে পা দিয়েছিলেন তাপস পাল। জুটি বেঁধেছিলেন বলিউডের এককালের জনপ্রিয় নায়িকা মাধুরী দীক্ষিতের সঙ্গে। সে সময় অবশ্য মাধুরীও সম্পূর্ণ নতুন মুখ বলিউডে। হীরেন নাগের (Hiren Nag) পরিচালিনায় সেই ছবির নাম 'অবোধ (Abodh)।' সেই ছবিতে তাঁরা শঙ্কর সিং আর গৌরী। স্বামী-স্ত্রী। স্বামী শঙ্করের মন পেতে দীর্ঘ অপেক্ষা করতে হয়েছিল গৌরীকে। তারপর আর দু'জনে একসঙ্গে পর্দায় আসেননি। ৩৬ বছর পর ফের সেই ‘গৌরী’-র মুখে শোনা গেল ‘শঙ্কর’-এর কথা। মৃত্যুর শোক বার্তা। আরও পড়ুন: Actor Chiranjait On Tapas Pal: ‘ভাই হারালাম মনটা ভেঙে গেল’, তাপস পালের অকাল প্রয়াণে শোকস্তব্ধ চিরঞ্জিৎ, কেঁদে ফেললেন দেবশ্রী, কী বললেন অন্যরা?

বাংলা সিনেমার জনপ্রিয় এই অভিনেতা মঙ্গলবার ভোরে মুম্বইয়ের (Mumbai) এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬১ বছর।