Lok Sabha Elections 2019: ভোটে দাঁড়ানো নায়ক রবী কিষাণ কতগুলো চুমু খেয়েছেন, সেটা নিয়েও চলছে প্রচার!
Ravi Kishan (File Photo)

উত্তরপ্রদেশে এবার প্রার্থী ভোজপুরী ফিল্ম ইন্ডাস্ট্রির বড় বড় তারকারা। রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) গড় গোরক্ষপুর (Gorakhpur) পুনঃরুদ্ধার করতে নেমেছেন ভোজপুরী ফিল্ম ইন্ডাস্ট্রির এক নম্বর রবী কিষাণ। রবী কিষাণ (Ravi Kishan) অবশ্য শুধু ভোজপুরী নয়, বলিউডেও বড় নাম। সেই রবী কিষাণের লড়াইটা এবার বেশ কঠিন। কারণ কয়েক মাস আগেই উপনির্বাচনে বিজেপি এখানে এসপি-প্রার্থী প্রবীণ নিষাদের কাছে হেরে গিয়েছিল। এবার মহাগটবন্ধনের এসপি প্রার্থী রাম ভুয়াল নিষাদ। লড়াইটা রবী বনাম রামের। দু দলই কোমর বেঁধে প্রচারে নেমেছে।

রবী কিষাণ তাঁর স্টারডম দিয়ে প্রচারে ঝড় তুলছেন। ভোজপুরী তারকারা গোরক্ষপুরে বেশ জনপ্রিয়। রবী কিষাণকে সেই হিসেবেই প্রার্থী করেছে বিজেপি। কিন্তু ভোজপুরী তারকাদের কম বেশি একটা খোঁচা সব সময় শুনতে হয়। তা হল-ভোজপুরী সিনেমায় অশ্লীলতা।

Anjana Singh and Ravi Kishan (Photo Credits: Instagram)

সম্প্রতি রবী কিষাণের এক সিনেমা ভোজপুরী সিনেমায় বক্স অফিসে ঝড় তোলে। তাতে বেশ কয়েকটি 'অশ্লীল' দৃশ্যে দেখা যায় রবী কিষাণকে। আর তা নিয়ে বিরোধীরা প্রচার করছেন। তারা বলছেন, রবী কিষাণ ভোজপুরীতে অশ্লীলতা আমদানি করছেন। এই অশ্লীলতা যুক্তির সমর্থনে রবী কিষাণ ভোজপুরীতে শেষ পাঁচটা সিনেমা ৪০টা চুম্বনের দৃশ্য অভিনয় করেছেন বলে পরিসংখ্যান দিচ্ছেন তাঁর বিরোধীরা। তার মানে রাজনীতিবিদ নায়কের চুমু গণনাও চলছে।