মুম্বই, ২৪ জুলাই: ফের চর্চায় তনুশ্রী দত্ত। সম্প্রতি তনুশ্রী দত্ত (Tanushree Dutta) যখন কান্নাকাটি করে লাইভে হাজির হন, তখন থেকেই বলিউডের বাঙালি অভিনেত্রীকে নিয়ে ফের জোর চর্চা শুরু হয়েছে। তনুশ্রী দত্ত নিজের লাইভে দাবি করেন, নিজের বাড়িতেই তাঁকে হেনস্থা হতে হচ্ছে। তবে কে বা কারা তনুশ্রীকে হেনস্থা করছেন, সে বিষয়ে অভিনেত্রী কোনও কথা বলেননি। কোনও ইঙ্গিতও দেননি। ফলে অভিনেত্রীকে নিয়ে ফের চর্চা শুরু হয়ে যায়। আর এবার আরও একটি বিষয় প্রকাশ্যে এল। যেখানে তনুশ্রী দত্তের বিস্ফোরক দাবি সামনে এল।
তনুশ্রী দত্তের একাধিক বিস্ফোরক দাবি
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে তনুশ্রী দত্ত দাবি করেন, তাঁকে মেরে ফেলার চেষ্টা চলছে। বলিউডের (Bollywood) যে মাফিয়া গ্যাং রয়েছে, তারা তনুশ্রীর পিছনে পড়ে গিয়েছে। ওই মাফিয়া গ্যাংই বাঙালি অভিনেত্রীকে খুনের চেষ্টা করছে বলে দাবি করেন তনুশ্রী দত্ত।
এসবের সঙ্গে তনুশ্রী দত্ত সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) প্রসঙ্গও টেনে তোলেন। তনুশ্রীর দাবি, সুশান্ত সিং রাজপুতকে যেমন মেরে ফেলা হয়, তাঁকেও খতম কারর চেষ্টা চলছে। তাঁর জীবন সংশয় রয়েছে বলে মন্তব্য করেন 'আশিক বানায়া আপনে'-খ্যাত এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী।
এসেবর পাশাপাশি তনুশ্রী দত্তের আরও দাবি, ২০১৮ সালে যখন তিনি মি টু নিয়ে মুখ খোলেন, সেই সময় থেকে তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। তাই যে কোনও মুহূর্তে তাঁকে মেরে ফেলা হতে পারে বলে দাবি করেন তনুশ্রী।
এসবের পাশাপাশি মুম্বইতে রাজনৈতির নেতাদের সঙ্গে হেনস্থাকারীদের একটি নেক্সাস সব সম সময় চলে। তারাই তনুশ্রী দত্তের বিরুদ্ধে চক্রান্ত করছে বলে দাবি করেন অভিনেত্রী।
তনুশ্রী দত্তের কথায়, ২০১৮ সালে তিনি যখন মি টু নিয়ে মুখ খোলেন, সেই সময় মুম্বই পুলিশের তরফে তেমনভাবে তাঁকে সাহায্য করা হয়নি। ওই সময় থেকেই মুম্বই পুলিশের সঙ্গে তাঁর সম্পর্ক খারাপ হতে শুরু করে বেলও দাবি তনুশ্রীর।
সুশান্ত সিং রাজপুতের মৃত্যু এবং তনুশ্রী দত্তের ভয়
২০২০ সালের জুন মাসে মুম্বইয়ের ব্যান্দ্রায় নিজের বাড়িতে মৃত অবস্থায় দেখা মেলে সুশান্ত সিং রাজপুতের। সুশান্তের মৃত্যু কীভাবে হয়েছে, সে বিষয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। সুশান্তের মৃত্যুর পর তাঁর বান্ধবীর রিয়া চক্রবর্তীকে গ্রেফতার করা হয় এনডিপিএস আইনের আওতায়। তবে এনডিপিএস থেকে বেকসুর খালাস পেয়েছেন রিয়া চক্রবর্তী। অভিনেত্রীর ভাই সৌভিক চক্রবর্তীকেও মুক্ত করা হয়।
এবার সেই সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর বিষয়টিকে নিজের ভয়ের সঙ্গে মিলিয়ে দিলেন তনুশ্রী দত্ত।