মুম্বই, ২৭ অগাস্ট: বক্স অফিসে মুখথুবড়ে পড়ল বড় বাজেটের সিনেমা 'লাইগার'। বিজয় দেবেরাকোণ্ডা-র এই সিনেমা হিন্দি বাজারে বড় ফ্লপ করেছে। এমনকী দক্ষিণের বাজারেও চলছে না পুরী জগন্নাথ পরিচালিত এই সিনেমা। তেলেগুতে একেবারেই দর্শক আনুকুল্য পাচ্ছে না বিজয়, অন্যান্য পান্ডে অভিনীত এই সিনেমা। দক্ষিণ ভারত মিলিয়ে মাত্র ২১ কোটি টাকার ব্যবসা করে, তেলেগুতে (বড় রিলিজ) বছরের সবচেয়ে বড় ফ্লপ করতে চলেছে লিগার। চলচ্চিত্র সমালোচকদের নেগেটিভ রিভিউ, সিনেমায় কোনও নতুনত্ব না থাকা, অভিনেতাদের হতাশজনক পারফরম্যান্সে 'লাইগার' পুরোপুরি ফ্লপ করল। অথচ প্রচারে ঝড় তুলেছিল বিজয়-অনন্যা পাণ্ডের এই সিনেমা।
তামিলনাড়ু, কেরল, কর্ণাটকে ইতিমধ্যেই লাইগার-এ হল থেকে চলে গিয়েছে। সোমবার থেকে তেলেগু বলা রাজ্যগুলির হল থেকেও সরে যেতে পারে বিজয়ের এই সিনেমা। আরও পড়ুন-গোপালীতে স্পষ্ট স্ফীতদর, মাতৃত্বের আভায় রাঙা আলিয়ার নয়া রূপ
তেলেগুতে বিজয়ের এটা ফ্লপের হ্যাটট্রিক হল। ডিয়ার কমরেড, ওয়ার্ল্ড ফেসমাস লাভার-এর পর বিজয়ের এটি তেলেগুতে টানা তৃতীয় ফ্লপ সিনেমা। বিজয়কে এবার দেখা যাবে সামান্থার বিপরীতে খুশি নামের একটি তেলেগু সিনেমায়।