প্রয়াত বর্ষীয়ান দক্ষিণী অভিনেতা কোটা শ্রীনিবাস রাও(kota Srinivasa Rao)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩। রবিবার সকালে, হায়দরাবাদের (Hyderabad) ফিল্মনগরে নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ‘পদ্মশ্রী’ সম্মানপ্রাপ্ত অভিনেতা। প্রায় চার দশক সময় ধরে বিনোদন জগতের সঙ্গে যুক্ত ছিলেন কোটা শ্রীনিবাস রাও। অভিনয়ের পাশাপাশি রাজনীতির ময়দানেও দেখা যায় তাঁকে। বিজেপিত বিধায়ক ছিলেন তিনি।
প্রয়াত বিখ্যাত দক্ষিণী অভিনেতা কোটা শ্রীনিবাস রাও
উল্লেখ্য, ১৯৪২ সালের ১০ জুলাই অন্ধ্রপ্রদেশের ছোট্ট গ্রাম কাঙ্কিপাদুতে জন্মগ্রহণ করেন তিনি। বাবা সীতারামা অঞ্জনেয়ুলু ছিলেন পেশায় চিকিৎসক। বাবাকে দেখে ছেলেবেলা থেকে চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখছেন শ্রীনিবাস। কিন্ত বড় হওয়ার পর অভিনয়কেই পেশা হিসেবে বেছে নেন। স্টেট ব্যাঙ্কে চাকরি পেয়েও অভিনয়কে ভালবেসে তা ছেড়ে দেন। ১৯৭৮ সালে তেলুগু ছবি ‘প্রণাম খারিদু’র হাত ধরে বড়পর্দায় আত্মপ্রকাশ। এরপর কখনও খলনায়ক, কখনও চরিত্রাভিনেতার চরিত্রে দুর্দান্ত সব অভিনয়। তামিল, হিন্দি, কন্নড়, মালয়ালম সমস্ত ভাষার ছবিতে কাজ করেন তিনি। গোটা কেরিয়ারে ছবির সংখ্যা ৭৫০-রও বেশি। তাঁর সুদীর্ঘ কেরিয়ায়ে দর্শকের মন কেড়েছে 'গোবিন্দা গোবিন্দা' , 'ইডিয়ট','রক্ত চরিত্র'-এর মতো ছবি। বলিউডে ছবি'সরকার'-এ তাঁর অভিনয় দর্শকের মন কাড়ে। সিনেমায় তাঁর অবদানের জন্য ২০১৫ সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত হন তিনি।