Kumar Sanu, Kunickaa Sadanand (Photo Credit: Instagram)

মুম্বই, ২৬ সেপ্টেম্বর: কুনিকা সদানন্দের সঙ্গে কুমার শানুর (Kumar Sanu's Ex-Wife Rita Bhattacharya) সম্পর্ক নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। কুনিকা সদানন্দ যবে থেকে বিগ বসের ঘরে গিয়েছেন, সেখান থেকে শুরু হয় এই চর্চা। কুমার শানু তাঁর চোখের সামনে অন্য কারও সঙ্গে সম্পর্কে জড়ান বলে দাবি করেন কুনিকা। এমনকী গত ২৬ বছর ধরে তিনি এই যন্ত্রণা বুকে জমিয়ে রেখেছন বলেও কুনিকা সদানন্দ দাবি করেন। যা নিয়ে এবার পালটা মুখ খুললেন কুমার শানুর প্রাক্তন স্ত্রী রীতা ভট্টাচার্য।

কুমার শানুর প্রাক্তন স্ত্রী রীতা ভট্টাচার্য বলেন, কুনিকা কীভাবে এই ধরনের কথা বলেন যেখানে অভিনেত্রী নিজেও সেই একই কাজ করেছেন।

রীতা ভট্টাচার্যের দাবি,  তিনি যখন অন্তঃসত্ত্বা সেই সময় কুনিকার সঙ্গে শানু পরকিয়ায় জড়ান। ঘরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে রেখে কুমার শানু কুনিকা সদানন্দের সঙ্গে সম্পর্কে জড়ান বলে দাবি করেন রীতা ভট্টাচার্য। কুনিকা যা তাঁর সঙ্গে করেছেন, সেই একই ঘটনা তাঁর সঙ্গেও ঘটেছে বলে বিস্ফোরণ ঘটান রীতা ভট্টাচার্য।

আরও পড়ুন: Kunickaa Sadanand-Kumar Shanu: কুমার শানু ছিলেন তাঁর স্বামীর মতই, বাঙালি গায়ককে নিয়ে অভিনেত্রী মুখ খুলতেই বিগ বসে ঝড়

বিগ বসের ঘরে গিয়ে কুনিকার দাবি 

বিগ বসের ঘরে গিয়ে কুনিকা সদানন্দ বলেন, তাঁর সঙ্গে কুমার শানু সম্পর্কে জড়ান তখন যখন তিনি বৈবাহিক জীবন নিয়ে বিরক্ত, অধৈর্য হয়ে ওঠেন। ওই সময় কুমার শানু এবং তিনি কাছাকাছি আসেন। তারপর তাঁদের বন্ধুত্ব কখন ভালবাসায় বদলে যায়, তা বুঝতেও পারেননি বলে জানান কুনিকা সদানন্দ।

তবে তাঁর সঙ্গে সম্পর্কের মাঝেই কুমার শানু আবার অন্য কারও সঙ্গে প্রেমে জড়িয়ে পড়েন। যা তিনি সহ্য করতে পারেননি। ফলে শানুর সঙ্গে সম্পর্কে ইতি টানেন।

কুনিকা সদানন্দের ওই দাবির পর বোমা ফাটান গায়কের প্রাক্তন স্ত্রী। তিনি বলেন, কুনিকা যা করেছেন তাঁর সঙ্গে, সেই একই ঘটনার পুনরাবৃত্তি তাঁর সঙ্গেও হয়েছে। শানু যেমন ঘরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে রেখে পরিকয়ায় জড়ান, কুনিকার সঙ্গে সম্পর্কের মাঝেও গায়ক সেই একই কাজ করেন বলে জানান রীতা ভট্টাচার্য।