Kumar Shanu, Kunickaa Sadanand (Photo Credit: Instagram)

মুম্বই, ১১ সেপ্টেম্বর: বিগ বসের (Bigg Boss 19) ঘরে বার বার দেখানো হচ্ছে কুনিকা সদানন্দকে (Kunickaa Sadanand)। টেলিভিশনের পাশাপাশি সোশ্যাল মিডিয়া জুড়েও কুনিকা সদানন্দকে নিয়ে জোরদার আলোচনা শুরু হয়েছে। ফলে বিগ বস কি অভিনেত্রী কুনিকার তরফদারি একটু বেশিই করছে, এমন প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে। যার উত্তরে এবার নীরবতা ভাঙলেন অভিনেত্রীর একমাত্র সন্তান আয়ান লাল।

কুনিকার ছেলে আয়ান লাল মাকে নিয়ে মুখ খুললেন। আয়ান বলেন, বিগ বসে কোনও প্রিয়জন-প্রীতি  রয়েছে, এমন কথা তিনি বিশ্বাস করেন না। এমনকী সলমন খানের তরফে থেকেও এমন কিছু নেই বলে মন্তব্য করেন কুনিকার ছেলে আয়ান। তাই এসব অভিযোগে তিনি বিশ্বাস করেন না বলেও অভিনেত্রীর ছেলে মন্তব্য করেন।

কুনিকা সদানন্দ এবং কুমার শানুর সম্পর্ক 

কুনিকা সদানন্দ তখন কুমার শানুর (Kumar Shanu) জীবনে আসেন, যখন গায়কি নিজের বিয়ে নিয়ে ডিপ্রেশনে ছিলেন। ঠিক সেই সময় শানু তাঁর সঙ্গে সম্পর্কে জড়ান। কুমার শানু এবং তিনি বিয়ে না করলেও, তাঁরা স্বামী, স্ত্রীর মত বসবাস করতেন। শুধু তাই নয়, কুমার শানুকে তিনি নিজের স্বামীর মত করেই মেনে নিয়েছিলেন বলেও দাবি করেন কুনিকা সদানন্দ।

কুনিকা জানান, এক বন্ধুর বাড়িতে তাঁর সঙ্গে কুমার শানুর প্রথম পরিচয় হয়। প্রথম পরিচয়ের পর উটিতে গিয়ে তাঁদের দ্বিতীয়বার দেখা হয়। ওই সময় কুমার শানু তাঁর বোন এবং ভাগ্নের সঙ্গে উটিতে ছিলেন। তখনই দেখতে পান, শানুকে কীভাব েতাঁর স্ত্রী অপমান, অপদস্ত করতেন। কুমার শানু যে নিজের বিয়ে নিয়ে একেবারে খুশি ছিলেন না, তা ওই সময় প্রকাশ্যে চলে আসে।

ওই কুমার শানু কোনওভাবে তাঁর বিয়ে ভাঙতে চাননি। ছেলেমেয়েদের ছাড়তে পারবেন না বলেই শানু বিয়ে ভাঙতে চাননি। ফলে কুমার শানুর ওই মানসিক অবস্থা দেখে তিনি আবেগপ্লুত হয়ে পড়েন। সেই সময় থেকে সূত্রপাত।

এরপর মুম্বইতে কুনিকা যেখানে থাকতেন, তার পাশে চলে যান কুমার শানু। একে অপরের ফ্ল্যাটে গিয়ে খাবার দেওয়া নেওয়া করতেন তাঁরা। তারপর থেকেই তাঁরা একে অপরের কাছে চলে আসতে শুরু করেন বলে জানান কুনিকা সদানন্দ।

এরপরি কুনিকার দাবি, কুমার শানুর সঙ্গে তিনি স্ত্রীর মত করে থাকতে শুরু করেন। শানুর পরিবার এবং সন্তানদের প্রতি তিনি সম্মান দেখিয়েই চলতেন। কুমার শানুর পোশাক থেকে শো, প্রায় সবই তিনি ঠিক করে দিতেন স্ত্রীর মত। শকুন্তলা এবং রাজা দুষ্মন্তর যেমন সম্পর্ক ছিল, তাঁরাও তেমন বলে তিনি মনে করতেন।

তবে তাঁর নাগের নীচে দিয়ে শানু অন্য কারও সঙ্গে আবার সম্পর্কে জড়ান। যা তাঁর মন একেবারে ভেঙে দেয় বলে জানান কুনিকা সদানন্দ।