Photo Credit_Instagram

দীর্ঘ প্রতীক্ষার অবসান। কফি উইথ করণ সিজন ৭ (Koffee With Karan  Season 7) এর পরবর্তী পর্বে আসতে চলেছেন লিগার (Liger) জুটি বিজয় দেবেরাকোণ্ডা ও অনন্যা পাণ্ডে। লিগার (Liger) দিয়েই  বলিউডে পা দিয়েছেন বিজয় দেবেরাকোণ্ডা।  সঞ্চালক করণ জোহার আজ সকালেই সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছেন শো-য়ের পরবর্তী পর্বের প্রোমো। সেখানে দেখা গিয়েছে করণের সঙ্গে কফিতে চুমুক দিতে দিতে গল্পে মজেছেন বিজয় দেবেরাকোন্ডা ও অনন্যা পান্ডে। তাঁদের দুজনের কেমিস্ট্রি নিয়েও এমনিতেই চর্চা শুরু হয়ে গিয়েছে বিনোদন মহলে। এবার তাঁদের দুজনের এই ঝাঁ চকচকে টিজার দেখে ভক্তদের উৎসাহের শেষ নেই।

 

View this post on Instagram

 

A post shared by Karan Johar (@karanjohar)

করণের শো- তে ব্যক্তিগত জীবনের পর্দাফাস হবেই, প্রোমো দেখে মনে হয়েছে এই পর্বেও তাঁর ব্যতিক্রম হয়নি। আড্ডা জমতে না জমতেই করণ প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন বিজয়ের দিকে, জানতে চাইছেন, শেষ কবে যৌন সম্পর্কে জড়িয়েছেন? বিজয় এড়িয়ে গেলেও অনন্যা এর উত্তরে মজার ছলেই বলেন, ‘আজ সকালে’।