প্রতি বৃহস্পতিবার ডিজনি প্লাস হটস্টারের পর্দায় চলে আসে কফি উইথ করণ-এর সিজন ৭। আর তারই ১০ নম্বর এপিসোডের অতিথি হয়ে আসছে ‘ফোন ভূত’-এর টিম ক্যাটরিনা কাইফ, ইশান খট্টর ও সিদ্ধান্ত চতুর্বেদী। । এপিসোডের প্রথম ঝলক শেয়ার করে নিলেন করণ জোহর।
The bringers of absolute chaos & unabashed laughter on the koffee couch is this trio!👏🏻👏🏻👏🏻#HotstarSpecials #KoffeeWithKaranS7, Episode 10 streaming this Thursday 12:00 am only on Disney+ Hotstar.@DisneyPlusHS #KatrinaKaif #SiddhantChaturvedi #IshaanKhatter pic.twitter.com/Ga7PKplSUp
— Karan Johar (@karanjohar) September 5, 2022
করণের শো তে এসে সেলিব্রেটিরা মজাদার প্রশ্নের মুখোমুখি হবে না, সে তো হতে পারে না। তার মধ্যে ক্যাটরিনা সামনে আর আলিয়া ভাটকে নিয়ে প্রশ্ন হবে না তাও কি হয়?কিন্তু কী ছিল প্রশ্ন?
কফি উইথ করণ ৭-এর প্রথম পর্বে আলিয়া ভাট ‘সুহাগ রাতের’ ধারণাটি একটি মিথ বলে মনে করেন, এমনটাই জানিয়েছিলেন। আলিয়া উল্লেখ করেছিলেন যে তিনি তাঁর বিয়ের পরে এতটাই ক্লান্ত ছিলেন, সুহাগ রাতের জন্য তাঁর কোনও শক্তি অবশিষ্ট ছিল না।আলিয়ার এই মন্তব্যের উল্লেখ করে করণ জোহার ক্যাটরিনাকে বলেন তিনি এই ব্যপারে কী বলতে চান? ক্যাটরিনা বলেন, ‘সব সময় সুহাগ রাত হতে হবে এমন নয়, সুহাগ দিনও তো হতে পারে! উত্তর শুনেই চোখ কপালে ওঠে উপস্থিত দুই নায়কের, মুচকি হেসে করণ জানান যে পরামর্শটি তাঁর বেশ পছন্দ হয়েছে।।