কলকাতা: কিশোর কুমার এমনই এক তারকা, যিনি দূরে গিয়েও মানুষের মনে জ্বলজ্বল করছেন। ১৯২৯ সালের ৪ আগস্ট তিনি জন্মগ্রহণ করেন। কিশোর কুমার চলচ্চিত্র শিল্পের গানে তার মন্ত্রমুগ্ধ কণ্ঠ দিয়ে গেছেন, মানুষ আজও তাঁর গানের পাগল। কথিত আছে, কিশোর কুমার (Kishore Kumar) কখনো শুধুমাত্র টাকার জন্য গান করেননি। অনেকবার তাঁকে অনেক টাকার অফার করা হলেও গান গাইতে ভালো লাগেনি তাই তিনি গান করেননি। তাঁকে জেদি শিল্পী বললেও ভুল হবে না। যে কাজই তিনি করেছেন নিজের শর্তে এবং নিজের ইচ্ছায়। কেউ অর্ধেক পারিশ্রমিক দিলে এমনও হয়েছে অসম্পূর্ণ গান গেয়ে ফিরে গিয়েছেন। কিশোর কুমারের এমন অজস্র গল্প আছে, সেসব থেকে তাঁকে একজন প্রাণবন্ত মানুষ হিসেবেই দেখা যায়।তিনি নিজের বাড়ির দরজায় লিখে রেখেছিলেন কিশোর থেকে সাবধান। আরও পড়ুন : Salman Khan: বোন অর্পিতার জন্মদিনে আবেগে ভাসলেন সলমন, শেয়ার করলেন পুরনো ছবি
একই গানে পুরুষ ও নারী কণ্ঠ দিয়েছেন
১৯৬২ সালে মুক্তি পায় কালিদাস পরিচালিত 'হাফ টিকেট' ছবিটি। এই ছবিতে কিশোর কুমার 'আকে সোজা লাগি দিল পে যাইসি' গানটি গেয়েছিলেন, যেটি বড় হিটও হয়েছিল, তবে বিশেষ বিষয় হল এই গানটিতে কিশোর পুরুষ এবং মহিলা উভয়ই কণ্ঠ দিয়েছেন।লতা মঙ্গেশকরের গানটিতে মহিলা কণ্ঠ দেওয়ার কথা ছিল, কিন্তু তিনি আসতে পারেননি। তাই পুরুষ কন্ঠের পাশাপাশি নারী কণ্ঠ দিয়েছেন কিশোর।