Khuda Haafiz Chapter 2: ফারুক কবীরের খুদা হাফিজ-২ তিনদিনেই ৬কোটির ঘরে, বক্স অফিসে সাড়া ফেলল বিদ্যুৎ-শিবালিকা জুটি
Photo Credit_Twitter

২০২০ সালে মুক্তি পেয়েছিল ফারুক কবীর নির্দেশিত 'খুদা হাফিজ'। সেই ছবির সাফল্য দেখে প্রযোজকদ্বয় কুমার পাঠক ও অভিষেক পাঠক ঘোষণা করেছিলেন ২০২০ সালের সেপ্টেম্বরে মুক্তি পাবে এই সিনেমার সিক্যুয়েল। কিন্তু করোনা পরিস্থিতিতে সেই মুক্তি পিছিয়ে যায়। অবশেষে ৮ই জুলাই সেই ছবির সিক্যুয়েল খুদা হাফিজ চ্যাপ্টার ২ অগ্নি পরীক্ষা মুক্তি পেয়েছে প্রেক্ষাগৃহে। আগের মতই ছবির চিত্রনাট্য ও নির্দেশকের দায়িত্বে আছেন ফারুক কবীর।

খুদা হাফিজের মতই এই সিনেমাও তিনদিনেই বক্স অফিসে সাড়া ফেলে দিয়েছে। তিনদিনে এই ছবির কালেকশন হয়েছে ৬.১৫ কোটি টাকা। প্রথম পর্বের মত এই ছবিতেও  মুখ্য ভূমিকায় দেখা গেছে বিদ্যুৎ জামওয়াল ও শিবালিকা ওবেরয় কে। খবরটি টুইট করে জানিয়েছেন চলচ্চিত্র বিশেষজ্ঞ তরুন আদর্শ।