The Kerala Story:'দ্য কেরালা স্টোরি'কে জাতীয় পুরস্কার দেওয়া নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়ন (CM Pinarayi Vijayan)। কেরল (Kerala)-কে বদনাম করার চেষ্টার পরেও কেন ছবিটিকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার (71st National Awards) দেওয়া হল তা নিয়ে তোপ দেগেছেন মুখ্যমন্ত্রী বিজয়ন। কেরলকে নিয়ে মিথ্যা তথ্য ছড়িয়ে বদনাম করা ও ধর্মীয় বিদ্বেষ ছড়ানো এক সিনেমাকে জাতীয় পুরস্কার দেওয়া খুবই দুঃখজনক। এতে বিভাজনের রাজনীতিকে মান্যতা দেওয়া হয়েছে এবং কেরলকে অপমান করা হয়েছে বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী বিজয়ন। এই পুরস্কার ভারতীয় সিনেমাকে অপমান, সাম্প্রদায়িক অ্যাজেন্ডাকে বাহবা দেওয়া হয়েছে বলেও মুখ্যমন্ত্রী বিজয়ন দাবি করেন। এবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে দুটি গুরুত্বপূর্ণ বিভাগে সেরার পুরস্কার জিতেছে 'দ্য কেরালা স্টোরি'। সেরা পরিচালক (সুদীপ্ত সেন) ও সেরা সিনেমাটোগ্রাফি (প্রশান্তু মহাপাত্র) বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছে 'দ্য কেরালা স্টোরি'।
'দ্য কেরালা স্টোরি'কে সত্য ঘটনা অবলম্বনে বলে দাবি করলেও পরে আদালতে ধাক্কা খায় সিনেমাটির নির্মাতার
এই সিনেমাটির ভূয়সী প্রশংসা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। সিনেমাটিতে দেখানো হয়, হিন্দু ধর্মাবলম্বী একজন তরুণীর জীবন, যাকে কৌশলে ধর্মান্তরিত করে ফাতিমা নামে নতুন পরিচয়ে জঙ্গি সংগঠনে পাঠানো হয়। সুদীপ্ত সেনের এই সিনেমাটিতে দাবি করা হয় যে কেরালার বহু মেয়ে একই ধরনের প্রতারণার শিকার হয়ে ইসলাম গ্রহণ করেছে এবং বিদেশে জঙ্গি কার্যকলাপে যুক্ত হয়েছে। যদিও এই দাবির বাস্তবতা নিয়ে অনেক বিতর্ক ও তৈরি হয়েছে।
দ্য কেরালা স্টোরি-কে জাতীয় পুরস্কার দেওয়া নিয়ে তোপ মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়নের
Kerala CM slams National Award for ‘The Kerala Story,’ calling it an insult to Indian cinema’s tradition and accusing the jury of normalizing a divisive, communal agenda
Read more here 🔗 https://t.co/EEH8YXJHRH pic.twitter.com/Sbqn5UyX0q
— Hindustan Times (@htTweets) August 2, 2025
দ্য কেরালা স্টোরি তৈরির পিছনে সংঘ পরিবারের হাত দেখছেন বিজয়ন
মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়ন গতকাল, শনিবার এক্স প্ল্য়াটফর্মে'দ্য কেরালা স্টোরি'কে নিয়ে লেখেন, "যে সিনেমাটি ইচ্ছাকৃতভাবে কেরালার ভাবমূর্তি নষ্ট করতে ও ধর্মীয় বিদ্বেষ ছড়াতে মিথ্যে তথ্য ছড়িয়েছে, তাকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার দিয়ে ভুল কথাকে সঠিক বলে মান্যতা দেওয়া হলো। এই ছবির পেছনে সংঘ পরিবার নামের এক বিভাজনমূলক মতাদর্শ কাজ করছে। কেরালা বরাবরই সম্প্রীতির প্রতীক ছিল এবং ধর্মীয় বিদ্বেষের বিরুদ্ধে দাঁড়িয়েছে। এই সিদ্ধান্তের মাধ্যমে কেরালাকে বড় অপমান করা হয়েছে।"
এবার আসছে বিবেক অগ্নিহোত্রীর 'দ্য বেঙ্গল ফাইলস'
বিজেপির নেতা-মন্ত্রীরা এই সিনেমাটিকে প্রকাশ্যে সমর্থন করে, হলে বসে দেখতেও যান। বিবেক অগ্নিহোত্রীর 'দ্য কাশ্মীর ফাইলস'কিংবা বিক্রান্ত ম্যাসির 'দ্য সবরমতি রিপোর্ট'-র মত দেশের শাসক দল 'দ্য কেরালা স্টোরি'-র সরাসরি পাশে দাঁড়ায়। প্রসঙ্গত, কাশ্মীর, কেরলের পর এবার বাংলাকে নিয়ে তৈরি হয়েছে সিনেমা। বিবেক অগ্নিহোত্রী এবার বিজেপি নেতা তথা অভিনেতা মিছুন চক্রবর্তী, বিজেপি পন্থী অভিনেতা অনুপম খের, পল্লবী যোশীদের নিয়ে তৈরি করেছেন 'দ্য বেঙ্গল ফাইলস'। বাংলার ভোটের মুখে এই সিনেমা এখানকার ভোটারদের প্রভাব ফেলা ও বাংলা বদনামের জন্য করা হয়েছে বলে দাবি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসেরল সমর্থকদের।