ক্যামেরার সামনে করিনা

মুম্বই, ৩১ মার্চ : নয়া অবতারে প্রকাশ্যে আসলেন করিনা কাপুর খান। দ্বিতীয় সন্তানের জন্মের পর এবার প্রকাশ্যে এলেন বলিউড অভিনেত্রী। গোলাপী রঙের পোশাক পরে ক্যামেরার সামনে আসেন করিনা (Kareena Kapoor Khan)। বলিউড (Bollywood) অভিনেত্রীর সেই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায় হু হু করে।
দ্বিতীয় সন্তানের জন্মের পর করিনা যখন প্রকাশ্যে আসেন, তাঁকে দেখে ঝলসে উঠতে শুরু করে একের পর এক ক্যামেরার ফ্ল্যাশ। পাপারাৎজিকে দেখে হাত নাড়াতে দেখা যায় বেবোকে। যদিও পাপারাৎজির সামনে কোনও মন্তব্য করতে শোনা যায়নি বেবোকে (Bebo)।

দেখুন...

 

View this post on Instagram

 

A

দ্বিতীয় সন্তানের জন্মের আগে অন্তঃসত্ত্বা অবস্থার মধ্যেই লাল সিং চাড্ডার শ্যুটিং করেন করিনা। আমির খানের (Aamir Khan) বিপরীতে ওই সিনেমায় অভিনয় করেন করিনা। ওই সিনেমার শ্য়ুটিংয়ের পর এবার করিনা প্রমোশন শুরু করবেন বলে অনেকে মনে করছেন। করোনার (Corona) দ্বিতীয় পর্যায়ের ঢেউ যেভাবে থাবা বসাতে শুরু করেছে গোটা দেশ জুড়ে, বিশেষ করে মহারাষ্ট্রে, তাতে লাল সিং চাড্ডার প্রমোশনের যাবতীয় কাজ পিছিয়ে যাবে বলেই মনে করছে বি টাউনের একাংশ।