Kareena Kapoor Khan : ওয়াইন, পাজামা, সইফুকে নিয়েই ঘুমোতে যান, করিনার বেডরুম 'সিক্রেট' প্রকাশ্যে
কী বললেন করিনা

মুম্বই, ১৫ এপ্রিল : সবে সবে দ্বিতীয় সন্তানের মা হয়েছেন করিনা কাপুর খান। দ্বিতীয়বার মা হওয়ার পর সবকিছু সামলে নিয়ে শ্যুটিংয়ে ফিরতে চাইছেন বেবো (Bbeo)। মুক্তির অপেক্ষার করিনার লাল সিং চাড্ডার মতো হাই প্রোফাইল ছবিও। যদিও করোনার জেরে কবে মুক্তি পাবে আমির খান এবং করিনা কাপুর খানের এই সিনেমা, তা নিয়ে সন্দিহান ভক্তকূল।

এসবের মধ্যেই এবার বেশ কিছু বিষয়ে খোলসা করলেন করিনা (Kareena Kapoor Khan)। তিনি বলেন, দ্বিতীয়বার মা হওয়ার আগে অর্থাত অন্তঃসত্ত্বা অবস্থায় তিনি শুধুমাত্র পাস্তা এবং পিৎজা খেতেন। সব সময় তাঁর পাস্তা এবং পিৎজা খাওয়ার ইচ্ছা হত। খাবার টেবেলি সব সময় তিনি পাস্তা, পিৎজা নিয়ে বসতেন। মনে হত, তিনি যেন কোনও ইতালিয়ান পরিবারের রয়েছেন। যা দেখে অনেক সময় হেসে ফেলতেন সইফ আলি খান (Saif Ali Khan)।

আরও পড়ুন :  Rahul Roy tests COVID-19 positive : ব্রেন স্ট্রোকের পর করোনার থাবা, ফের অসুস্থ 'আশিকি' অভিনেতা রাহুল রায়

এসবের পাশাপাশি করিনা তাঁর বেডরুম সিক্রেটও প্রকাশ্যে আনেন। তিনি জানান, রাতে তিনি কী কী নিয়ে ঘুমোতে যান। বেবো জানান, এক বোতল ওয়াইন, ৫টি পাজামা এবং সইফু। এই তিনটি জিনিস ছাড়া কোনওভাবেই তিনি রাতে শোয়ার ঘরে যান না বলে স্পষ্ট জানান করিনা কাপুর খান।