Kapil Sharma On Abhishek Bachchan: ঐশ্বর্যকে নিয়ে কপিলের প্রশ্নে অস্বস্তিতে অভিষেক?
ঐশ্বর্যকে নিয়ে প্রশ্ন কপিলের

মুম্বই, ২৩ এপ্রিল : কপিল শর্মা (Kapil Sharma) শোয়ে হাজির হয়ে লজ্জায় পড়ে গেলেন অভিষেক বচ্চন। এমনই একটি ভিডিয়ো ভাইরাল হল সামাজিক মাধ্যমে। যেখানে কপিল শর্মার প্রশ্নে হেসে ফেলেন অভিষেক।

বিষয়টি খোলসা করেই বলা যাক তাহলে। বিগ বুলের প্রমোশনের জন্য কপিলের শোয়ে হাজির হন অভিষেক বচ্চন। সেখানে হাজির হয়ে কপিলের প্রশ্নবাণের মুখে পড়েন জুনিয়র বচ্চন। অভিষেকের (Abhishek Bachchan) ছবি দেখে ঐশ্বর্য কি কখনও অভিষেককে পরামর্শ দেন যে রোমান্টিক দৃশ্যে জুনিয়র বচ্চন আরও ভাল করতে পারতেন চেষ্টা করলে।

আরও পড়ুন  : Shravan Rathod : কুম্ভ থেকেই ফিরেই করোনার থাবায় মৃত্যু, মারণ ভাইরাসে আক্রান্ত শ্রবণের গোটা পরিবার

কপিলের প্রশ্ন শুনে হেসে ফেলেন জুনিয়র বচ্চন। তিনি কপিলকে পালটা প্রশ্ন করেন। কপিলের শো দেখে তাঁর স্ত্রী কি কখনও বলবেন যে নিকিতার (বিগ বুলের অভিনেত্রী) সঙ্গে আরও ভাল ফ্ল্যার্ট করতে পারতেন তিনি। কপিল যেমন এসব দৃশ্য নিয়ে স্ত্রীর সঙ্গে আলোচনা করেন না, তেমনি অভিষেকও নিজের ছবি দেখান না ঐশ্বর্যকে।

 

 

View this post on Instagram

 

কপিল শর্মা এবং অভিেক বচ্চনের কথপোকথন শুনে হেসে ফেলেন সেখানে হাজির অজয় দেবগণ (Ajay Devgn) এবং নিকিতা। ওই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়।