নয়াদিল্লি: কঙ্গনার 'ইমার্জেন্সি' (Emergency) মুক্তি নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। ছবিটি আগামী ৬ সেপ্টেম্বর মুক্তি পাওয়ার কথা থাকলেও সেন্সর সার্টিফিকেট না মেলায় মুক্তি পেতে দেরি হচ্ছে। এদিকে ছবিটি যাতে মুক্তি না হয় সেই দাবি জানিয়ে রাস্তায় নেমেছে অনেক মানুষ। ছবিটির মুক্তি স্থগিত হওয়ায়, ছবির সহ-প্রযোজক সংস্থা জি এন্টারটেইনমেন্ট এন্টারপ্রাইজ আদালতের দ্বারস্থ হয়। সংস্থাটি বোম্বে হাইকোর্টে একটি পিটিশন দাখিল করে, আজ সেটির শুনানি হয়েছে। ইমার্জেন্সি সংক্রান্ত জমা হওয়া যাবতীয় নথি খতিয়ে দেখে বোম্বে হাইকোর্ট সেন্সর বোর্ডকে নির্দেশ দিল আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে ছবিটির শংসাপত্র দেওয়ার।
'ইমার্জেন্সি' ছবির সহ-প্রযোজক জি এন্টারটেইনমেন্ট এন্টারটেইনমেন্ট সংস্থাটি বোম্বে হাইকোর্টে একটি পিটিশন দাখিল করে দাবি করে যে, সেন্সর বোর্ড নির্বিচারে এবং বেআইনিভাবে ছবিটির সেন্সর সার্টিফিকেট আটকে রেখেছে। আবেদনের শুনানির সময়, বুধবার বম্বে হাইকোর্ট বলেছে যে ছবিটি মুক্তিতে এক সপ্তাহ দেরি হলে খুব বেশি পার্থক্য হবে না।