Kamal Haasan (Photo Credits: X)

বেঙ্গালুরু, ৩ জুনঃ কন্নড় ভাষার উৎপত্তি ঘিরে বিতর্কিত মন্তব্যের জেরে এবার কর্ণাটক হাইকোর্টের (Karnataka High Court) তীব্র সমালোচনার মুখে পড়তে হল অভিনেতা কমল হাসানকে। শুধু তাই নয়, জনগণের অনুভূতিতে আঘাত করার জন্যে প্রবীণ অভিনেতাকে ক্ষমা চাওয়ার নির্দেশ দিয়েছে আদালত।

আরও পড়ুনঃ কমলের 'থাগ লাইফ' মুক্তির পথে বাধা, ভাষা বিতর্কের মাঝে আদালতের দারস্ত প্রবীণ অভিনেতা

ভাষা বিতর্কের মাঝে কমলের আসন্ন ছবি 'থাগ লাইফ'-এর (Thug Life) মুক্তি কর্ণাটকে নিষিদ্ধ করার হুঁশিয়ারি দিয়েছে কর্ণাটক ফিল্ম চেম্বার অফ কমার্স। রাজ্যে ছবিটির মুক্তি নিশ্চিত করতে সোমবার কর্ণাটক হাইকোর্টের (Karnataka High Court) দ্বারস্থ হয়েছিলেন কমল। ছবিটি যাতে সুষ্ঠুভাবে কর্ণাটকে মুক্তি পায় সেই আর্জি জানিয়ে কর্ণাটক হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন তিনি। মঙ্গলবার সেই মামলার শুনানিতে আদালত উলটে কমলের বিপক্ষে রায় দিল। কন্নড় ভাষার উৎপত্তি ঘিরে বিতর্কিত মন্তব্যের জেরে অভিনেতার তীব্র নিন্দা করেছে আদালত।

কর্ণাটক হাইকোর্টের তীব্র সমালোচনার মুখে কমল হাসান

আদালত জানায়, অভিনেতার বক্তব্য রাখার অধিকার আছে, কিন্তু অনুভূতিতে আঘাত করার অধিকার নেই। জনগণের অনুভূতিকে তুচ্ছ করে দেখার অনুমতি কাউকে দেওয়া হবে না।

'কন্নড় ভাষার উৎপত্তি হয়েছে তামিল ভাষা থেকে', কমলের এই মন্তব্যে চটেছে কন্নড়পন্থী বিভিন্ন গোষ্ঠী। অভিনেতাকে ক্ষমা চাইতে বলা হয়। কিন্তু নিজের মন্তব্যে অনড় থেকে ক্ষমা চাইতে অস্বীকার করেন কমল। আদালত এদিন বলে, 'কেন আপনি ক্ষমা চাইছেন না? নিজের বক্তব্য প্রত্যাহার করুন। কর্ণাটক থেকে কোটি কোটি টাকা আয় করবেন অথচ সেই রাজ্যবাসীর কাছে ক্ষমা চাওয়া যায় না! যদি আপনি মনে করেন জনগণকে (কর্ণাটকবাসী) আপনার প্রয়োজন নেই তাহলে এখানে ব্যবসা করার দরকার নেই'।