
বেঙ্গালুরু, ২ জুনঃ ক্রমশ আরও জটিল হচ্ছে কমল হাসানের পরিস্থিতি (Kamal Haasan)। কন্নড় ভাষার উৎপত্তি ঘিরে বিতর্কিত মন্তব্যের জেরে অভিনেতাকে চাপে ফেলতে তাঁর আসন্ন ছবি 'থাগ লাইফ'-এর (Thug Life) মুক্তি কর্ণাটকে নিষিদ্ধ করার হুঁশিয়ারি দিয়েছে কর্ণাটক ফিল্ম চেম্বার অফ কমার্স। এদিকে রাজ্যে ছবিটির মুক্তি নিশ্চিত করতে এবার কর্ণাটক হাইকোর্টের (Karnataka High Court) দ্বারস্থ হলেন কমল।
আদালতের দারস্ত কমলঃ
কন্নড় ভাষার উৎপত্তি ঘিরে বিতর্কিত মন্তব্য করে নিজভূমেই কোণঠাসা হয়ে পড়েছেন দক্ষিণী সুপারস্টার কমল হাসান (Kamal Haasan)। সম্প্রতি একটি অনুষ্ঠানে অভিনেতা মন্তব্য করেন, 'কন্নড় ভাষার উৎপত্তি হয়েছে তামিল ভাষা থেকে'। কমলের এই মন্তব্য ঘিরে দক্ষিণী রাজ্যে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে। অভিনেতাকে জনসমক্ষে ক্ষমা চাওয়ার দাবি তোলেন কন্নড়পন্থী বিভিন্ন গোষ্ঠী। কিন্তু নিজের মন্তব্যে অনড় কমল জানান, তিনি কোন ভুল করেননি। তাই ক্ষমা চাওয়ার কোন প্রশ্ন নেই।
প্রবণ অভিনেতার ক্ষমা চাইতে অস্বীকার করতেই আরও বেঁকে বসে কন্নড়পন্থী বিভিন্ন গোষ্ঠী ও সংগঠন। কমল ক্ষমা না চাইলে তাই আসন্ন ছবি 'থাগ লাইফ' (Thug Life) কর্ণাটকে মুক্তি পাবে না হুঁশিয়ারি দেয় কর্ণাটক ফিল্ম চেম্বার অফ কমার্স (কেএফসিসি)। সংস্থার সভাপতি এম নরসিমহালু বলেন, 'এটা ইন্ডাস্ট্রির বিষয় নয়, এটা রাজ্যের বিষয়। রাজনৈতিক দলগুলোও বিরোধিতা করছে। কন্নড়পন্থী সংগঠনগুলি স্পষ্ট করে জানিয়েছে, তাঁর ক্ষমা ছাড়া সিনেমার মুক্তি সম্ভব নয়। আমাদের প্রদর্শক এবং পরিবেশকরাও তাঁর ছবি প্রদর্শন করতে রাজি নন'।
এরপরেই আদালতের দারস্ত হন ৭০বছরের কমল হাসাল। কর্ণাটকে ছবিটি যাতে সুষ্ঠুভাবে মুক্তি পায় সেই আর্জি জানিয়ে কর্ণাটক হাইকোর্টে মামলা দায়ের করেছেন তিনি।