Kajol's Mom Actress Tanuja Hospitalised: হাসপাতালে ভর্তি প্রবীণ অভিনেত্রী তনুজা, জেনে নিন কেমন আছে কাজলের মায়ের স্বাস্থ্য
Kajol's Mom Actress Tanuja Hospitalised (Photo Credit: X)

মুম্বই: হিন্দি সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তনুজা (Actress Tanuja) রবিবার সন্ধ্যায় হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন। তাঁকে মুম্বইয়ের জুহুর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিনেত্রী কাজলের মা (Kajol's Mom) তনুজা বর্তমানে আইসিইউতে রয়েছেন। ৮০ বছর বয়সী অভিনেত্রী তনুজা বর্তমানে চিকিত্সকদের তত্ত্বাবধানে রয়েছেন এবং তাঁর স্বাস্থ্যের উপর নিয়মিত নজর রাখা হচ্ছে। বয়সজনিত সমস্যার কারণে আইসিইউতে ভর্তি করা হয়েছে অভিনেত্রী কাজল দেবগনের মাকে।

প্রবীণ অভিনেত্রী তনুজা অনেক হিন্দি ও বাংলা ছবিতে কাজ করেছেন। তিনি ১৬ বছর বয়সে চলচ্চিত্র জগতে পা রাখেন।তিনি 'বাহারেন ফির ভি আয়েঙ্গি', 'জুয়েল থিফ', 'হাথি মেরে সাথি'-এর ছবিগুলো ব্যাপক প্রশংসিত হয়েছিল। তনুজা অনেক বাংলা ছবিও করেছেন।

দেখুন