Akshay Kumar, Arshad Warsi (Photo Credit: Instagram)

মুম্বই, ২১ অগাস্ট: বিপাকে অক্ষয় কুমার (Akshay Kumar)। সঙ্গে আরশাদ ওয়ারশি (Arshad Warsi )। এবার সরাসরি আদালতের তরফে সমন পাঠানো হল অক্ষয় কুমার এবং আরসাদ ওয়ারশিকে। জলি এলএলবি থ্রি-র (Jolly LLB 3) এর জন্য এবার বিপাকে পড়তে হল অক্ষয় কুমার এবং আরশাদ ওয়ারশি জুটিকে। পুণের (Pune Court) আদালতের তরফে অক্ষয় এবং আরশাদকে নোটিশ পাঠানো হয়। আইনজীবী ওয়াজেদ রহিম খানের তরফে অক্ষয় কুমার এবং আরশাদ ওয়ারশিকে সমন পাঠানো হয়।

অক্ষয় কুমার এবং আরশাদ ওয়ারশির পাশাপাশি জলি এলএলবি থ্রি-র পরিচালক সুভাষ কাপুরকেও সমন পাঠানো হয়। আইনজীবী ওয়াজেদ রহিম খানের নোটিশের প্রেক্ষিতে আগামী ২৮ অক্টোবর সকাল ১১টা নাগাদ জলি এলএলবি থ্রি-র দুই অভিনেতা এবং পরিচালককে আদালতে হাজিরা দিতে হবে বলে খবর।

ভারতীয় বিচার ব্যবস্থাকে অসম্মান করা হয়েছে জলি এলএলবি থ্রি-তে। এমনই অভিযোগ করা হয় আইনজীবী ওয়াজেদ রহিমারে তরফে। যার জেরেই পরিচালক এবং দুই অভিনেতাকে ২৮ অক্টোবর আদালতে হাজির হতে হবে বলে খবর।

জলি এলএলবি থ্রি-র বিরুদ্ধে ঠিক কোন ধরনের অভিযোগ রয়েছে

আইনজীবী ওয়াজেদ রহিম খান যে অভিযোগ করেছেন, তাতে সংশ্লিষ্ট সিনেমায় ভারতীয় বিচার ব্যবস্থাকে অসম্মান করা হয়েছে বলে অভিযোগ। সেই সঙ্গে আদালতের শুনানি পর্বকে মজায় পরিণত করা হয়েছে বলেও অভিযোগ করেন ওই আইনজীবী।

ভারতীয় বিচার ব্যবস্থাকে নেতিবাচক হিসেবে ছবিতে দেখানো হয়েছে বলে অভিযোগ। সেই সঙ্গে আদালতের বিচারককে 'মামা' বলেও সম্মোধন করা হয়েছে। একজন বিচারককে 'মামা' বলে ডাক অবাঞ্ছিত বলে দাবি করা হয়েছে ওই নোটিশে।

আইনজীবীদের সম্মান জানানো উচিত। আইনজীবী পেশাকে কখনও নেতিবাচক হিসেবে দেখানো উচিত নয় বলেও মন্তব্য করেন আইনজীবী ওয়াজেদ রহিম।