৭ সেপ্টেম্বর ভারত সহ গোটা বিশ্বের বাজারে মুক্তি পেয়েছে শাহরুখ খানের ছবি জওয়ান।মাত্র ১২ দিনেই ভারতীয় বক্স অফিস কিংবা ওয়ার্ল্ড ওয়াইড বক্স অফিস সবেতেই জওয়ানের আয় তাক লাগাচ্ছে। ফিল্ম ট্রেড অ্যানালিস্ট মনোবল বিজয়বালানের তথ্য অনুযায়ী শাহরুখের জওয়ান ইতিমধ্যেই ৮০০ কোটির ক্লাবে প্রবেশ করে গিয়েছে। গতকাল তিনি তাঁর টুইটার হ্যান্ডেলে এমনটাই জানিয়েছিলেন।তবে শনিবার ও রবিবার এর গতির তুলনায় সামান্য গতি কমেছে সপ্তাহের শুরুতে। দশম দিনে( Day 10) বিশ্বব্যাপী ৫১.৬৪ কোটি আয় ও এগারো নং দিনে (Day 11) ৫৯.১৫ কোটির পর বারো নং দিনে সেই আয়ের সংখ্যা কমে হয়েছে ২১.০৭ কোটি। অর্থাৎ ১২ নং দিনের পরে জওয়ানের মোট আয় গিয়ে দাঁড়াল ৮৪২.৯২ কোটি। তবে আয়ের যা ট্রেন্ড তবে খুব তাড়াতাড়ি যে ১০০০ কোটির ঘরে ঢুকে পড়বে জওয়ান তা বলার অপেক্ষা রাখে না।
প্রসঙ্গত ৭ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে কিং খান, নয়নতারা, বিজয় সেতুপতি অভিনীত জওয়ান। এই ছবিতে অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন দীপিকা পাড়ুকোন, সানিয়া মালহোত্রা, সুনীল গ্রোভার, রিদ্ধি ডোগরা, সঞ্জিতা ভট্টাচার্য সহ প্রমুখরা।
Jawan WW Box Office
Shah Rukh Khan's film had a decent hold on second Monday.
Day 1 - ₹ 125.05 cr
Day 2 - ₹ 109.24 cr
Day 3 - ₹ 140.17 cr
Day 4 - ₹ 156.80 cr
Day 5 - ₹ 52.39 cr
Day 6 - ₹ 38.21 cr
Day 7 - ₹ 34.06 cr
Day 8 - ₹… pic.twitter.com/sK5LqKozSv
— Manobala Vijayabalan (@ManobalaV) September 19, 2023