অগ্রিম বুকিংয়ে নজির গড়েছে। রিলিজের দিনেও নজির। মাত্র দু'দিনে একশো কোটির ব্যবসাতেও নজির। শাহরুখ খানকে নিয়ে উন্মাদনা এখন সুনামিতে পরিণত হওয়ায় বক্স অফিসে আরও একটা বড় নজির গড়তে চলেছে রেড চিলিজ এন্টারটেনমেন্টের 'জওয়ান'। গতকাল, শনিবার 'জওয়ান' (শুধু হিন্দি সংস্করণ) দেশের বক্স অফিসে ৬৮ কোটি ৭২ লক্ষ টাকার ব্য়বসা করে। যেখানে রিলিজের দিন ভারতে বৃহস্পতি ও দ্বিতীয় দিন শুক্রবার যথাক্রমে সাড়ে ৬৫ কোটি ও ৪৬ কোটি ২৩ লক্ষ টাকার ব্যবসা করেছিল শাহরুখ খান-দীপিকা পাড়ুকোনের এই সিনেমা। আজ, রবিবার জওয়ান (শুধু হিন্দি সংস্করণ) ভারতের বক্স অফিসে ৭০ থেকে ৭৫ কোটি টাকার ব্যবসা করতে পারে পারে সিনে বিশেষজ্ঞদের মত। তিন দিনে প্রায় ১৮০ কোটি টাকার ব্যবসা করার পর 'জওয়ান' (শুধু হিন্দি সংস্করণ) চারদিনে আড়াইশা কোটির ব্যবসা করে পারে। রবিবার দেশের জওয়ানের শো চলা বেশীরভাগ সিনেমা হলই হাউসফুল।
ভারতের বক্স অফিসে সবচেয়ে বেশী ব্যবসা করে প্রজাতন্ত্র দিবসের ছুটির সপ্তাহে রিলিজ করা 'পাঠান' (৫৮ কোটি)। সেখানে কোনও রকম ছুটির মরসুম ছাড়াই রিলিজ করে জওয়ান গড়ে ৬০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে। অনেকেই বলছেন, পাঠান-এর থেকেও জওয়ানের প্রচারে শাহরুখ বেশী মাথা খাটিয়েছেন। সেটা হয়তো নিজের প্রযোজনা সংস্থা বলেই। আরও পড়ুন-ইন্দো-ওয়েস্টার্ন স্টাইলে নেটিজেনদের মুগ্ধ করলেন বলি সুন্দরী শিল্পা শেট্টি
দেখুন টুইট
TSUNAMI - HURRICANE - TYPHOON… #Jawan is a #BO MONSTER, goes on an overdrive on Day 3 [Sat]… Creates HISTORY, HIGHEST *3-day* ever [#Hindi version]… Await Day 4 [Sun], picture abhi baaki hain… Thu 65.50 cr, Fri 46.23 cr, Sat 68.72 cr. Total: ₹ 180.45 cr. #Hindi. #India biz.… pic.twitter.com/hYuRck6CNZ
— taran adarsh (@taran_adarsh) September 10, 2023
পাঠান-এর থেকে জওয়ান-এর গল্প, পরিবেশনও আম দর্শকরা এগিয়ে রাখছেন। জওয়ান-এর রেকর্ড ব্যবসার পিছনে ব্র্যান্ড শাহরুখ, বিনোদী মোড়কের গল্প, ভাল সংলাপ, চলনসই গান, দারুণ প্রচার ছাড়াও রয়েছে ভোর, রাতেও শো চলা। মুম্বই, দিল্লিতে বেশ কয়েকটি সিঙ্গল স্ক্রিনে প্রায় ১৮ ঘণ্টা ধরে শো চলছে 'জওয়ান'-এর।