jawan (Photo Credits: X)

বক্স অফিসের সব রেকর্ড ভেঙে ব্লকব্লাস্টার সিনেমার নতুন সংজ্ঞা লেখা 'জওয়ান' এবার মোবাইল, স্মার্ট টিভি, ল্যাপটপে দেখা যাবে। গত ৭ সেপ্টেম্বর বিশ্বজুড়ে বড় পর্দায় রিলিজ হওয়ার দুনিয়ার এক নম্বর স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে রিলিজ করতে চলেছে দিওয়ালির আগে। আগামী ২ নভেম্বর ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে জওয়ান-এর স্ট্রিমিং শুরু হবে।

জওয়ান-এর ওটিটি রিলিজে বেশ কিছু নতুন দৃশ্য যোগ করা হয়েছে, যা সিনেমা হলে দেখা যায়নি। রিপোর্টে প্রকাশ ২৫০ কোটি টাকায় জওয়ান-এর ওটিটি স্বত্ত্ব কিনেছে নেটফ্লিক্স। যা ভারতে স্ট্রিমিংয়ের ইতিহাসে রেকর্ড অর্থের চুক্তি। নেটফ্লিক্সে আজ থেকেই রিলিজ করেছে অক্ষয় কুমারের 'ওএমজি টু'। এর আগে শাহরুখ খানের মেগাহিট সিনেমা 'পাঠান' রিলিজ করেছিল অ্যামাজন প্রাইমে। ওটিটি-তে রেকর্ড ভিউজ হয় পাঠান-এর। সিনেমা হলের মত ওটিটি-তেও পাঠান-এর রেকর্ড ভাঙতে পারে জওয়ান। কারণ পাঠান-এর থেকে জওয়ান দর্শকদের থেকে বেশী নম্বর পেয়েছে। প্রচারেও পাঠান-কে টেক্কা দিয়েছে জওয়ান।

দেখুন ভিডিয়ো

এদিকে, দেশের বক্স অফিসে ৬১৮ টাকা কোটি, ও বিশ্বব্যাপি ১১০০ টাকার ব্যবসা করা হয়ে গেল জওয়ান-এর। সিনেমা হলগুলি থেকে জওয়ান চলে যেতেই, ঘোষণা করা হল নেটফ্লিক্সে আগামী ২ নভেম্বর থেকে দেখা যাবে এই সিনেমা।