Javed Akhtar (Photo Credit: Instagram)

মুম্বই, ১৪ অক্টোবর: আফগানিস্তানের (Afghanistan) তালিবান মন্ত্রী (Taliban Minister) আমীর মুত্তাকির ভারতে আগমণ এবং তাঁকে স্বাগত জানানোর প্রক্রিয়ায় উষ্মা প্রকাশ করলেন জাভেদ আখতার। বলিউডের জনপ্রিয় লেখক এবং সুরকার (Javed Akhtar) তালিবান মন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।

কড়া প্রতিক্রিয়া জানিয়ে জাভেদ আখাতর বলেন, 'তালিবান মন্ত্রীকে ভারতে আমন্ত্রণ জানিয়ে যে ধরনের অভ্যর্থনা তাঁকে করা হল, তা দেখে অবাক হয়ে যাচ্ছি। বিশ্বের অন্যতম জঘন্য সন্ত্রাসী গোষ্ঠী তালিবান। আর এই তালিবান সদস্যকে যেভাবে ভারতে স্বাগত জানানো হল, তা ভাবা যায় না। যাঁরা সব ধরনের সন্ত্রাসবাদের সঙ্গে লড়াই করছেন, তাঁরা কীভাবে তালিবানকে কীভাবে সংবর্ধনা দিতে পারেন', তা নিয়ে প্রশ্ন তোলেন জাভেদ আখতার।

এসবের পাশাপাশি উত্তরপ্রদেশের দেওবন্দের জন্যও মাথা নীচু হয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন জাভেদ আখতার। তালিবানের মত জঙ্গি গোষ্ঠীর সদস্যকে কীভাবে 'ইসলামিক হিরো' হিসেবে মেনে নিয়ে তাঁকে সংবর্ধনা জানাতে পারে দেওবন্দ, তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন আখতার।

পাশাপাশি তালিবান যেভাবে মহিলাদের শিক্ষা বন্ধ করে দিয়েছে, তা নিয়ে তাব্র উষ্মা প্রকাশ করেন বলিউডের এই জনপ্রিয় তারকা।

আরও পড়ুন: Afghanistan: পাকিস্তানে টিটিপির কোনও অস্তিত্ব নেই, গৃহযুদ্ধ চলছে পড়শি দেশে, দাবি আফগানিস্তান মন্ত্রী মুত্তাকির

দেখুন জাভেদ আখতার কীভাবে কড়া প্রতিক্রিয়া জানালেন...

 

প্রসঙ্গত ২০০১ সালের ২৫ জানুয়ারি রাষ্ট্রসংঘের নিরাপত্তা কমিশনের তরফে আমীর মুত্তাকির বিদেশ ভ্রমণের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়। আমীর মুত্তাকি আফগানিস্তানের বাইরে বেরোতে পারবেন না বলে জানানো হয়। সেই সঙ্গে তাঁর সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়।

২০০১ সাল থেকে রাষ্ট্রসংঘের তালিকাভুক্ত থাকলেও আমার মুত্তাকিকে অবশেষে বেড়াজাল থেকে মুক্ত করে রাষ্ট্রসংঘ। তিনি বিদেশে যেতে পারবেন বলে জানানো হয়। রাষ্ট্রসংঘের নিষেধাজ্ঞা ওঠার পরই আমীর মুত্তাকি এই প্রথম ভারত সফর করলেন। যা নিয়ে ইতিমধ্যেই গোটা দেশ জুড়ে জোর চর্চা শুরু হয়েছে।

আমীর মুত্তাকির ভারত ভ্রমণের মাঝে বিতর্ক আরও দানা বাঁধতে শুরু করে যখন তাঁর সাংবাদিক সম্মেলনে মহিলাদের দেখা যায়নি। মহিলারা কেন আমীর মুত্তাকির সাংবাদিক সম্মেলনে হাজির থাকতে পারলেন না, তা নিয়ে উঠতে শুরু করে একাধিক প্রশ্ন।