
মুম্বই, ৩১ মেঃ সাম্প্রতিক সময়ে ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা বৃদ্ধি, ভারতীয় সেনা বাহিনীর চালানো অপারেশন সিঁদুর (Operation Sindoor) অভিযান নিয়ে প্রায় গোটা দেশ প্রতিক্রিয়া জানালেও বলিউড তারকাদের একটা অংশ শুরু থেকে নীরব থেকেছে। তারকাদের এই নীরবতা তাঁদের সমালোচনার মুখে দাঁড় করিয়েছে। বলিউড অভিনেতা অভিনেত্রীদের এবার খোঁচা দিলেন প্রবীণ গীতিকার জাভেদ আখতার (Javed Akhtar)। বললেন, মানুষ অরাজনৈতিক হতেই পারে। সবাই সব বিষয়ে কথা বলার প্রয়োজন নাই মনে করতে পারে। সবাই নিজেদের লক্ষ্যের পিছনে ছুটছে। আরও অর্থ, খ্যাতি অর্জন করতে ব্যস্ত। তবে স্পষ্টবাদী জাভেদ চুপ থাকেননি কখনও।
পহেলগামে জঙ্গি হামলার (Pahalgam Terror Attack) নিন্দায় সরব হয়েছিলেন। তার ঠিক ১৫ দিন পরে ভারতীয় সেনা বাহিনীর অপারেশন সিঁদুর অভিযান নিয়েও মুখ খুলেছিলেন। অপারেশন সিঁদুর সম্পর্কে ইন্ডাস্ট্রির বহু তারকার কেন চুপ? সদ্য এক সাক্ষাৎকারে সেই বিষয়ে জানতে চাওয়া হয় খ্যাতনামা সঙ্গীতশিল্পীর কাছে। জবাবে জাভেদ বলেন, 'আমি এটা নিয়ে কথা বলেছি। আমি চুপ থাকিনি। কখনও কখনও লোকেরা আমার কথা পছন্দ করেন না। কখনও আবার পছন্দ করেন। কিন্তু আমি যা সত্য বলে বিশ্বাস করি আমি তা জনসমক্ষে প্রকাশ করি। এবার কেউ যদি চুপ থাকতে চায় তাতে আমার কিছু বলার বা করার নেই। অনেক মানুষই অরাজনৈতিক'।
জাভেদ আরও বলেন, 'কিছু মানুষ কেবল তাঁদের নিজস্ব কাজে ব্যস্ত থাকেন। যদি তাঁরা মন্তব্য করতে না চায়, তাহলে তাই হোক। বড় ব্যাপারটা কী। কিছু মানুষ আবার কথা বলছেও। বাকিরা নিজেদের বিভিন্ন লক্ষ্যের পিছনে ছুটছে। আরও অর্থ, আরও খ্যাতি অর্জন করতে মরিয়া তাঁরা। তাঁদেরকে তাঁদের মতই থাকতে দেওয়া উচিৎ।
ভারতের পাশাপাশি পাকিস্তানের অনুরাগীরাও বলি নায়ক নায়িকাদের সোশ্যাল মিডিয়ায় অনুসরণ করেন। অপারেশন সিঁদুরকে সমর্থন করে সোশ্যাল মিডিয়ায় মুখ খুলে ভুগতে হয়েছে আলিয়া ভাট, অজয় দেবগন, সারা আলি খান, জাহ্নবী কাপুর, কার্তিক আরিয়ানদের। হু-হু করে কমেছে তাঁদের সোশ্যাল মিডিয়া ফলোয়ার সংখ্যা। অনুরাগী ধরে রাখতেই কি চুপ বাকিরা!