Punjabi comedian jaswinder bhalla death (Photo Credit: X@Sage1709)

প্রয়াত জনপ্রিয় পাঞ্জাবি কমেডিয়ান–অভিনেতা জসবিন্দর ভাল্লা। শুক্রবার ভোরে মোহালিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পাঞ্জাবি সিনেমার জনপ্রিয় কৌতুক অভিনেতা জসবিন্দর, মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। শনিবার (২৩ অগাস্ট) মোহালির কাছে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন এবং হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

পাঞ্জাবের অনেক বিখ্যাত সিনেমায় কাজ করার পাশাপাশি, জসবিন্দর সিং ভাল্লা অনেক কমেডি নাটকেও অভিনয় করেছেন। জসবিন্দর ভাল্লা কেবল পাঞ্জাবেই নয়, সারা বিশ্বে জনপ্রিয়। তিনি 'দুল্লা ভাট্টি' ছবির মাধ্যমে পাঞ্জাবি ছবিতে আত্মপ্রকাশ করেন। তিনি অনেক পাঞ্জাবি ছবিতে কাজ করেন, যার মধ্যে উল্লেখযোগ্য 'চক দে ফাট্টে', 'মেল কারাদে রাব্বা', 'ক্যারি অন জাত্তা', 'জাট অ্যান্ড জুলিয়েট', 'ড্যাডি কুল মুন্ডে ফুল' ইত্যাদি। এগুলো জনপ্রিয় হয় দর্শক মহলে।

প্রয়াত হলেন পাঞ্জাবি কমেডিয়ান–অভিনেতা জসবিন্দর ভাল্লা-

কপিল শর্মার শো-তেও একবার উপস্থিত হয়েছিলেন প্রবীণ এই অভিনেতা ৷ সেই অনুষ্ঠানে কপিল জানিয়েছিলেন, আজ তিনি যে জায়গায় পৌঁছেছেন সেখানে জসবিন্দর ভল্লার অনেক বড় অবদান রয়েছে ৷ কারণ কমেডি কীভাবে করতে হয়, ‘পাঞ্চ লাইন’ কীভাবে মারতে হয়, কমেডি করার সময় টাইমিং ঠিক রাখা ইত্যাদি সবকিছুই তিনি জসবিন্দর ভাল্লার কাছ থেকে শিখেছেন ৷ জসবিন্দরকে নিজের ‘গুরু’ বলে শোয়ে সম্বোধন করেছিলেন কপিল শর্মা ৷