Janhvi Kapoor (Photo Credit: Instagram)

মুম্বই: বলি তারকা জাহ্নবী কাপুর (Janhvi Kapoor) তাঁর অসাধারণ অভিনয় এবং গ্ল্যামারের জন্য প্রায়ই শিরোনামে থাকেন। জাহ্নবী কাপুর সম্প্রতি গুজরাটের গান্ধীনগরে অনুষ্ঠিত ৬৯তম ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড’ (Filmfare Award)-এ অংশ নিয়েছিলেন। ভারতীয় চলচ্চিত্র জগতের অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কার হিসেবে বিবেচিত হয় ‘ফিল্মফেয়ার’। সেখানে নজর কাড়া পারফর্ম করেছেন অভিনেত্রী। আরও পড়ুন: Monalisa Dance Video: আধুনিক ড্রেসে নাচ ভোজপুরি সুন্দরী মোনালিসার, ভিডিও দেখে পাগল হয়ে গেলেন ভক্তরা!

দেখুন 

 

View this post on Instagram

 

A post shared by Janhvi Kapoor (@janhvikapoor)

জাহ্নবী কাপুর প্রতিদিন ইনস্টাগ্রামে তাঁর সিজলিং ফটোশুট দিয়ে মন জয় করেন। এবার তিনি গুজরাটের গান্ধীনগরে অনুষ্ঠিত ৬৯তম ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড’-এ জমকালো নাজের মুহূর্তের একটি ছবি Performance Photos  তাঁর ইন্সটাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেছেন। শেয়ার করার সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে সেই ছবি ভাইরাল হয়েছে।

দেখুন