মুম্বই: বলি তারকা জাহ্নবী কাপুর (Janhvi Kapoor) তাঁর অসাধারণ অভিনয় এবং গ্ল্যামারের জন্য প্রায়ই শিরোনামে থাকেন। জাহ্নবী কাপুর সম্প্রতি গুজরাটের গান্ধীনগরে অনুষ্ঠিত ৬৯তম ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড’ (Filmfare Award)-এ অংশ নিয়েছিলেন। ভারতীয় চলচ্চিত্র জগতের অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কার হিসেবে বিবেচিত হয় ‘ফিল্মফেয়ার’। সেখানে নজর কাড়া পারফর্ম করেছেন অভিনেত্রী। আরও পড়ুন: Monalisa Dance Video: আধুনিক ড্রেসে নাচ ভোজপুরি সুন্দরী মোনালিসার, ভিডিও দেখে পাগল হয়ে গেলেন ভক্তরা!
দেখুন
View this post on Instagram
জাহ্নবী কাপুর প্রতিদিন ইনস্টাগ্রামে তাঁর সিজলিং ফটোশুট দিয়ে মন জয় করেন। এবার তিনি গুজরাটের গান্ধীনগরে অনুষ্ঠিত ৬৯তম ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড’-এ জমকালো নাজের মুহূর্তের একটি ছবি Performance Photos তাঁর ইন্সটাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেছেন। শেয়ার করার সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে সেই ছবি ভাইরাল হয়েছে।
দেখুন