Monalisa Dance Video: আধুনিক ড্রেসে নাচ ভোজপুরি সুন্দরী মোনালিসার, ভিডিও দেখে পাগল হয়ে গেলেন ভক্তরা!

বিখ্যাত ভোজপুরি সিনেমা অভিনেত্রী মোনালিসা প্রায়শই তাঁর ছবি এবং ভিডিও মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলে দেন। ভোজপুরি অভিনেত্রী মোনালিসার সিজলিং স্টাইলের জন্য সবসময় নজর কেড়ে নেন ভক্তদের। মোনালিসা (Monalisa) তাঁর ছবি এবং ভিডিওর জন্য প্রায় সময়ই খবরের শিরোনামে থাকেন। তিনি কোনও ছবি শেয়ার করলেই ইন্টারনেট জগতে তোলপাড় শুরু হয়ে যায়।

মোনালিসা কোনও ছবি বা ভিডিও শেয়ার করার সঙ্গে সঙ্গেই তাতে লাইক ও কমেন্ট করতে শুরু করে দেন তাঁর ভক্তরা। সম্প্রতি তিনি এমন একটি ভিডিও শেয়ার করেছেন, যা ইন্টারনেট দুনিয়ায় খুব দ্রুততার সঙ্গে ছড়িয়ে পড়ছে। মানুষ তাঁর নাচ খুব পছন্দ করছেন। অভিনেত্রী মোনালিসা নিজেই তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেছেন এই ভিডিওটি। এতে সুনিধি চৌহানের 'লাকি বয়' গানটিতে নাচ করেছেন মোনালিসা। তিনি আধুনিক ড্রেসে এমন অসাধারণ নাচ করেছেন যে কেউ এক মিনিটের জন্যও তাঁর থেকে চোখ সরাতে পারবেন না।