Ananya Panday: ঈশানের সাথে সম্পর্কের শেষ, এবার কি তবে আদিত্য রায় কাপুরের সাথে ডেট করছেন অনন্যা?
Photo Credit_Twitter

বলিউডের অন্দরে কান পাতলেই শোনা যায় অভিনেতা অভিনেত্রীদের সম্পর্কের মশলা খবর। তবে কিছু খবর আবার ধোয়াশাতেও ভরা থাকে । যেমন বলিউডে চাপা গুঞ্জন অনন্যা পাণ্ডে আর আদিত্য রায় কাপুর দুজনেই নাকি সম্পর্কের খুব কাছাকাছি আছেন।তবে কী ঈশান খাট্টারের সাথে বিচ্ছেদের পর অনন্যা পাণ্ডে আদিত্য রয় কাপুরের সাথে ডেটিং করছেন? সূত্র বললেও ফটো শিকারীরা চেষ্টা করেও এদের একসাথে ধরতে পারেনি।

এর আগে প্রায় তিন বছর ধরে অনন্যা ও ঈশাণ সম্পর্কে ছিলেন।‘খালি পিলি’ র সেট থেকে অনন্যা ও ঈশানের প্রেমের সূত্রপাত হয়েছিল। তখনো মিডিয়ার সামনে কোনোদিন তাঁরা তাঁদের সম্পর্কের কথা জানাননি। অথচ দুজনে একসঙ্গে প্রায়ই ছুটি কাটাতে বাইরে যেতেন। তাঁর পর সেই সম্পর্কের কথা অনন্যা স্বীকার করেছিলেন। তবে বেশ কিছুদিন আগে  অনন্যা ও ঈশান ব্রেক-আপের সিদ্ধান্ত নেন।