নয়াদিল্লি: ভারতীয় ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায় (Sabyasachi Mukherjee) মেট গালা (Met Gala) ফ্যাশন ইভেন্ট ইতিহাস গড়লেন। বিনোদন জগতের অন্যতম ফ্যাশন ইভেন্ট মেট গালা ৷ গত সোমবার থেকে মেট গালার রেড কার্পেটে নজরকাড়া সাজে ধরা দিচ্ছেন সেলেবরা ৷ বিখ্যাত ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায় মেট গালার রেড কার্পেটে (Red Carpet) হেটে রেকর্ড গড়লেন। সব্যসাচী মুখোপাধ্যায় প্রথম ভারতীয় ডিজাইনার যিনি এই বিখ্যাত ফ্যাশন ইভেন্ট অংশ নিয়েছেন। সব্যসাচী মুখোপাধ্যায় মেট গালা ফ্যাশন ইভেন্টে অংশ নেওয়ার সাজের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন।
দেখুন
View this post on Instagram
বলি-ডিভা আলিয়া ভাট এবারের মেট গালা ফ্যাশন ইভেন্টে সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা ২৩ ফুটের শাড়ি পরে রেড কার্পেটে আগুন ঝরালেন।