মুম্বই, ৩ মে: করোনার (Corona) দ্বিতীয় থাবায় একের পর এক মৃত্যুর খবরে ভারতের জন্য প্রার্থনা শুরু করেছে গোটা বিশ্ব। বলিউড তারকারা যেমন দেশের মানুষের চিকিৎসার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, হলিউড (Hollywood) তারকারাও সেই চেষ্টায় সামিল।
হলিউডের একাধিক তারকা যাতে ভারতের (India) জন্য অনুদানের ব্যবস্থা করেন, সে বিষয়ে সম্প্রতি একটি সোশ্যাল প্ল্যাটফর্ম তৈরি করা হয়। যেখানে স্মিথ ফ্যামিলি, সোয়ান মেন্ডেজ, দ্য এলেন শো-এর মতো একাধিক তারকা ভারতের পাশে দাঁড়াতে শুরু করেছেন অনুদান নিয়ে। সেই তালিকায় যুক্ত হল হৃতিক রোশনের নামও। হলিউড তারকাদের সঙ্গে একযোগে কোভিড পরিস্থিতির মোকাবিলা করতে এগিয়ে আসেন হৃতিক (Hrithik Roshan)।
আরও পড়ুন: Covid-19: গোটা দেশ জুড়ে ফের লকডাউনে পথে কেন্দ্র?
কোভিড (COVID 19) পরিস্থিতির মোকাবিলা করতে সবাই যাতে এগিয়ে এসে একযোগে কাজ করেন, সেই আবেদনও জানান হৃতিক।
এদিকে কোভিড রোগীদের প্রাণ বাঁচাতে ১০০টি অক্সিজেন কনসেনট্রেটর দান করেন অক্ষয় কুমার। অজয় দেবগণ ১ কোটির অনুদান নিয়ে এগিয়ে আসেন। এগিয়ে আসেন শচিনও। কোভিড রোগীদের পাশে দাঁড়াতে ১ কোটির অনুদান দেন শচিন তেন্ডুলকর।
অক্ষয়, অজয়, শচিনদের পাশাপাশি আলিয়া ভাট (Alia Bhatt), দীপিকা পাড়ুকোন (Deepika Padukone), সুনীল শেট্টি, তাপসী পান্নুরাও এগিয়ে আসেন অনুদান নিয়ে।সবকিছু মিলিয়ে কোভিড পরিস্থিতিতে প্রায় গোটা দেশের মানুষ এক হয়ে লড়াই শুরু করেছেন।