#লস এঞ্জেলস, ১৪ জানুয়ারি: আগামী ৯ ফেব্রুয়ারি অস্কার(Oscar 2020) অনুষ্ঠিত হবে। তার আগে মনোনয়নের তালিকা পেশ করল জন চ এবং ইসা রায়। ৬টি ক্যাটাগরিতে বেছে নেওয়া হয়েছে সেরার সেরা-কে। একনজরে দেখে নেওয়া যাক সেই তালিকা। ২০২০ সালের অস্কারের দৌড়ে শেষ পর্যন্ত কোন ছবি এবং কোন তারকারা মনোনয়ন পেলেন, তার গোটা তালিকা প্রকাশ করেছে দ্য অ্যাকাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস (AMPAS)। সবমিলিয়ে ১১টি বিভাগে মনোনীত হয়ে শীর্ষে রয়েছে ‘জোকার’(Joker)। অস্কারের মনোনয়ের(Oscar Nominations List) তালিকা ঘোষণা করেছে জন চ এবং ইসা রায়। ৯২ তম অস্কার অনুষ্ঠান হতে চলেছে ৯ ফেব্রুয়ারি। সেরা ৬টি ক্যাটাগরিতে মনোনয়ের তালিকা ঘোষণা করা হয়েছে। একঝলকে দেখে নিন সেই তালিকা। আরও পড়ুন: Actor Dev: ইনস্টাগ্রামে বিয়ের কার্ড পোস্ট, অভিনেতা দেব বিয়ে করছেন নাকি?
ফর্ড ভি ফেরারি, দ্য আইরিশম্যান, জোজো ব়্যাবিট, জোকার, লিটিল ওমেন, ম্যারেজ স্টোরি, ১৯১৭, ওয়ান্স আপঅন এ টাইম.. ইন হলিউড, প্যারাসাইট
সেরা পরিচালক (Best Director)
বং জুন হো (প্যারাসাইট), স্যাম মেন্ডিস (১৯১৭), মার্টিন স্কোরসেসে (দ্য আইরিশম্যান), টোড ফিলিপস (জোকার), কুয়েন্টিন ট্যারান্টিনো (ওয়ান্স আপঅন এ টাইম ইন হলিউড),
সেরা অভিনেতা (Actor in a Leading Role)
অ্যান্টোনিও ব্যান্ডেরাস (পেইন অ্যান্ড গ্লোরি), লিওনার্দো ডি ক্যাপ্রিও( ওয়ান্স আপঅন এ টাইম ইন হলিউড), অ্যাডাম ড্রাইভার (ম্যারেজ স্টোরি), জোয়াকিম ফিনিক্স (জোকার), জোনাথান প্রাইস (দ্য টু পোপস)
সেরা অভিনেত্রী (Actress in a Leading Role)
সিন্থিয়া এরিভো(হ্যারিয়েট), স্কারলেট জোহানসন (ম্যারেজ স্টোরি), সোইর্স রোনান (লিটল উইমেন), শার্লিজ থেরন (বোম্বশেল), রেনে জেলওয়েগার( জুডি)
অ্যাকট্রেস ইন এ সাপোর্টিং রোল (Actress in a Supporting Role)
ক্যাথি বেটস(রিচার্ড জুয়েল), লরা ডার্ন(ম্যারেজ স্টোরি), স্কারলেট জনসন(জোজো ব়্যাবিট), ফ্লোরেন্স পুঘ(লিটিল উইম্যান),মার্গট রবি(বম্বশেল)
অ্যাক্টর ইন এ সাপোর্টিং রোল (Actor in a Supporting Role)
টম হ্যাঙ্কস(এ বিউটিফুল ডে ইন দ্য নেইবারহুড), অ্যান্টনি হপকিনস(দ্য টু পোপস), অ্যাল প্যাসিনো(দ্য আইরিশম্যান), জো পেসকি(দ্য আইরিশম্যান) ব্র্যাড পিট(ওয়ান্স আপওন এ টাইম ইন হলিউড)
সেরা বিদেশি ভাষার চলচ্চিত্র
কোরপাস ক্রিস্টি, হানিল্যান্ড, পেইন অ্যান্ড গ্লোরি, প্যারাসাইট, লা মিজারেবলস
সেরা অ্যানিমেশন ছবি (Best Animation Movie)
হাউ টু ট্রেন ইওর ড্রাগন- দ্য হিডেন ওয়ার্ল্ড, আই লোস্ট মাই বডি, কালাস, মিসিং লিঙ্ক, টয় স্টোরি ৪
দেখুন ভিডিও--->