Pankaj Tripathi in herapheri 3 (Photo Credit: X)

‘হেরা ফেরি ৩’-এ বাবু ভাইয়ার চরিত্র থেকে পরেশ রাওয়ালের সরে যাওয়ার খবরে রীতিমতো আলোড়ন উঠেছে দর্শকমহলে। এরপর থেকেই সোশ্যাল মিডিয়ায় জল্পনা শুরু— কে হতে পারেন পরবর্তী বাবু ভাইয়া? বেশিরভাগ ভক্তরাই নাম নিচ্ছেন পঙ্কজ ত্রিপাঠির। কিন্তু তিনি নিজে কি সত্যিই পরেশ রাওয়ালের জায়গা নিতে চান?সম্প্রতি, এক সাক্ষাৎকারে ‘গ্যাংস অফ ওয়াসেপুর’-খ্যাত অভিনেতা পঙ্কজ ত্রিপাঠি জানালেন, এই আলোচনা তাঁর কানেও এসেছে। তবে তিনি নিজে এই ভাবনায় বিশ্বাস করেন না। তিনি বলেন— “এই জিনিসটা আমিও শুনেছি, পড়েছি। তবে আমি নিজে বিশ্বাস করি না। পরেশজি অসাধারণ অভিনেতা। আমি ওঁর সামনে কিছুই না, শূন্য! ওঁর প্রতি আমার গভীর শ্রদ্ধা রয়েছে। আমি মনে করি না, আমি ওঁর জায়গা নেওয়ার মতো অভিনেতা।”

অন্যদিকে, শোনা যাচ্ছে, অক্ষয় কুমার তাঁর প্রযোজনা সংস্থা কেপি অফ গুড ফিল্মস-এর তরফ থেকে পরেশ রাওয়ালের বিরুদ্ধে একটি আইনি নোটিস পাঠিয়েছেন— যার ক্ষতিপূরণ মূল্য ২৫ কোটি টাকা! অভিযোগ? ছবির বৈধ চুক্তি সই করে শুটিং শুরু করার পর আচমকা ছবি ছেড়ে দেওয়ার মতো “চূড়ান্ত অপেশাদার ব্যবহার”।এরপর গত রবিবার পরেশ রাওয়াল এক্স (পূর্বতন টুইটার)-এ লিখেছেন, “আমি স্পষ্ট করে জানাতে চাই, ‘হেরা ফেরি ৩’ থেকে সরে যাওয়ার সিদ্ধান্তের পিছনে কোনও সৃজনশীল মতানৈক্য ছিল না। আমি পরিচালক প্রিয়দর্শনের প্রতি শ্রদ্ধা, ভালবাসা আর আস্থা রাখি।”

এদিকে পঙ্কজ ত্রিপাঠি নিজের কেরিয়ারেও ব্যস্ত। চলতি মাসেই ওটিটি-তে স্ট্রিমিং শুরু হচ্ছে তাঁর অভিনীত ‘ক্রিমিন্যাল জাস্টিস ৪’-এর, যেখানে তাঁর সঙ্গে থাকছেন বরখা সিং, মহম্মদ জিশান আয়ুব, সুরভিন চাওলা, মিতা বশিষ্ঠ, আশা নেগি, শ্বেতা বসু প্রসাদ এবং খুশবু আতরে।