Rahul Fazilpuria (Photo Credit: FB)

দিল্লি, ১৫ জুলাই: সিধু মুসেওয়ালার পর এবার ফাজিলপুরিয়া। হরিয়ানার জনপ্রিয় গায়ক (Haryanvi Singer Rahul Fazilpuria) রাহুল ফাজিলপুরিয়ার উপর হামলা চালাল অজ্ঞাত পরিচয়ের একদল যুবক। ১৪ দুালই অর্থাৎ সোমবার গুরুগ্রামে (Gurugran) হঠাৎ করেই রাহুল ফাজিলপুরিয়ার উপর হামলা চালায় অজ্ঞাত পরিচয়ের যুবকরা। শোনা যায়, গুলির শব্দও। তবে কোনওক্রমে ওই গোলাগুলি থেকে নিজের প্রাণ বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে যেতে পারেন ফাজিলপুরিয়া।

কীভাবে হামলা চালানো হল রাহুল ফাজিলপুরিয়ার উপর?

রিপোর্টে প্রকাশ, সোমবার সন্ধ্যায় ফাজিলপুরিয়ার টাটা পাঞ্চ গাড়ি লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে দুষ্কৃতীরা। সঙ্গে সঙ্গে সেখান থেকে গাড়ি ঘুরিয়ে নিয়ে চলে যান ফাজিলপুরিয়া। ফলে কোনও ধরনের গুলি হরিয়ানার জনপ্রিয় গায়কের শরীর স্পর্শ করতে পারেনি। ফলে দুষ্কৃতীদের ছোঁড়া গুলির হাত থেকে ফাজিলপুরিয়া রক্ষা পান। কে বা কারা ওই হামলা চালাল ফাজিলপুরিয়ার উপর, সে বিষয়ে পুলিশ খোঁজ শুরু করেছে।

এসটিএফের কথায়, তাঁরা সম্প্রতি একটি খবর পান যে যে কোনও গায়কের উপর হামলা চালানোর পরিকল্পনা করছে একদল দুষ্কৃতী। তবে কার উপর ওই হামলা হতে পারে, সে বিষয়ে কোনও খবর সেই সময় পুলিশ পায়নি বলে জানা যায়।

কে এই রাহুল ফাজিলপুরিয়া?

বিগ বস ওটিটি টু-এর বিজয়ী এলভিস যাদবের (Elvis Yadav) বন্ধু এই রাহুল ফাজিলপুরিয়া। সাপের বিষ বিক্রির অভিযোগে এক সময় এলভিস যাদবের যেমন নাম ওঠে, তেমনি ফাজিলপুরিয়ার নামও জড়ায়। এসবের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় প্রায় জনপ্রিয়তার শিখরে এই রাহুল ফাজিলপুরিয়া। এবার সেই জনপ্রিয় গায়েকর উপর হামলার চেষ্টা চালাল দুষ্কৃতীরা। যা নিয়ে পুলিশ জোর কদমে তদন্ত শুরু করেছে।