Harsh Beniwal Shares AI-Generated Photo With Mia Khalifa (Photo Credits: X)

ইউটিউবার আশীষ চঞ্চলানির (Ashish Chanchlani) পর এবার নিজের প্রেমের স্বীকৃতি দিলেন আরও এক ইউটিউবার। প্রাক্তন পর্ন তারকা মিয়া খলিফার (Mia Khalifa) সঙ্গে ছবি শেয়ার করে সকলকে চমকে দিয়েছেন ইউটিউবার তথা অভিনেতা হর্ষ বেনিওয়াল (Harsh Beniwal)। কেবল ছবি শেয়ারই নয়, আশীষের মতই নিজের সঙ্গে মিয়ার ছবির ক্যাপশনে হর্ষ লিখেছেন, 'অবশেষে'। তবে কি প্রাক্তন পর্ন তারকার সঙ্গে চুপিচুপি প্রেম করছেন ইউটিউবার হর্ষ!

আরও পড়ুনঃ 'অবশেষে' এলির সঙ্গে আশীষের প্রেমে সিলমোহর, প্রেমিকাকে কোলে তুলে ছবি শেয়ার ইউটিউবারের, দেখুন

প্রাক্তন পর্ন তারকার সঙ্গে প্রেম?

সম্প্রতিই অভিনেত্রী এলি আব্রামকে (Elli AvRam) কোলে তুলে একটি ছবি শেয়ার করেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার তথা ইউটিউবার আশীষ চঞ্চলানি। এলির হাতে একগোছা গোপাল ফুল। ছবির ক্যাপশনে তিনি লিখেন, 'অবশেষে'। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়। যা দুজনের প্রেমের গুঞ্জনকে উসকে দিয়েছে। এবার আশীষ এবং এলির ছবিকে নিয়ে ট্রোল করলেন হর্ষ বেনিওয়াল (Harsh Beniwal)। প্রাক্তন পর্ন তারকা মিয়া খলিফার সঙ্গে নিজের ওই ছবিটি শেয়ার করে হর্ষ লিখেছেন, 'অবশেষে'। সহকর্মী ইউটিউবার তথা বন্ধু আশীষের ওই ছবিটি শেয়ার করার ঠিক পরের দিনই মিয়া খলিফার সঙ্গে নিজের ছবি শেয়ার করেছেন হর্ষ।

মিয়ার সঙ্গে ছবি শেয়ার হর্ষের

 

তবে হর্ষ এবং মিয়ার ছবিটি আসল নয়। এআই (Artificial Intelligence) ব্যবহার করে প্রাক্তন পর্ন তারকার সঙ্গে নিজের ওই ছবি তৈরি করেছেন ইউটিউবার। সহকর্মী আশীষের সঙ্গে মজা করেই এই কীর্তি করেছেন তিনি।