মুম্বই, ১২ নভেম্বর: বুধবার সকালে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ধর্মেন্দ্র। বর্ষীয়ান অভিনেতা প্রেম চোপড়াও ক্রমশ ভাল হচ্ছেন। এরই মাঝে এবার গোবিন্দার অসুস্থতার খবর মিলল। মুম্বইতে নিজের বাড়িতে জ্ঞান হারান গোবিন্দা। এরপরই অভিনেতাকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং করা হয় ভর্তি।
জানা যায়, মঙ্গলবার রাতে বাড়িতে অসুস্থ হয়ে পড়েন গোবিন্দা। কী কারণে তাঁর এই অসুস্থতা, জানা যায়নি। তবে প্রচণ্ড মাথার যন্ত্রণা এবং বমিভাব হওয়াতেই অসুস্থ হয়ে পড়েন গোবিন্দা। এরপর চিকিৎসককে ফোন করে, তাঁর পরামর্শ মত ওষুধ খাওয়ানো হয় তাঁকে। তবে কোনও কাজ হয়নি। ফলে ৬১ বছরের অভিনেতাকে ভর্তি করা হয় হাসপাতালে। মঙ্গলবার রাত ১টা নাগাদ গোবিন্দাকে হাসপাতালে ভর্তি করা হয় বলে জানা যায়।
গোবিন্দা ম্যানেজার এর বেশি কিছু অভিনেতার শরীর, স্বাস্থ্য সম্পর্কে জানাতে পারেননি। হাসপাতালে ভর্তির পর থেকে একাধিক পরীক্ষা নীরিক্ষা চলছে অভিনেতার। আপাতত সেই সমস্ত রিপোর্টের জন্য অপেক্ষা করা হচ্ছে বলে জানানো হয় গোবিন্দার ম্যানেজারের তরফে।
গত বছর অক্টোবর মাসে গোবিন্দা একবার হাসপাতালে ভর্তি হন। ওই সময় নিজের বন্দুক থেকে গুলি লেগে আহত হন গোবিন্দা। সঙ্গে সঙ্গে তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে।