বক্স অফিসের সব রেকর্ড ভেঙে চুরমার করে দিল সানি দেওলের 'গদর টু'। রিলিজের পর প্রথম সোমবারে বক্স অফিসে ব্যবসার নিরিখে 'গদর টু' সবচেয়ে বেশী টাকার ব্যবসা করল। গদর টু-র কাছে সোমবারের ব্যবসায় হেরে গেল শাহরুখ খানের 'পাঠান'-ও। গতকাল, সোমবার গদর টু দেশের বক্স অফিসে ৩৮ কোটি ৭০ লক্ষ টাকার ব্যবসা করে। সব মিলিয়ে চারদিনে গদর টু-এর ব্যবসা দাঁড়িয়েছে ১৭৩ কোটি ৫৮ লক্ষ টাকা।
নিশ্চিতভাবেই আজ, সোমবার স্বাধীনতা দিবসে ব্যবসা বাড়বে অনিল শর্মা পরিচালিত এই সিনেমার। শুক্রবার রিলেজের দিনে গদর টু মোট ৪০ কোটি ১০ লক্ষ টাকার ব্যবসা করে। পাঠানের পর যেটা দেশের বক্স অফিসে সেরা কালেকশন। এরপর শনি ও রবিবার যথাক্রমে প্রায় ৪৩ কোটি ও ৫২ কোটি টাকার ব্যবসা করেছিল সানি দেওলের এই সিনেমা। সানি দেওলের কেরিয়ারে এটাই তাঁর সবচেয়ে বড় বক্স অফিস হিট। আরও পড়ুন-
দেখুন টুইট
#Gadar2 emerges an ALL TIME BLOCKBUSTER.
CREATES HISTORY by scoring an OUTSTANDING Monday with hardly any drop from Friday and that too on a NON-HOLIDAY.
Friday - 40.10 cr
Saturday - 43.08 cr
Sunday - 51.70 cr
Monday - 38.70 cr
Total so far - 173.58 cr
The #SunnyDeol… pic.twitter.com/FlvC80BqBh
— Joginder Tuteja (@Tutejajoginder) August 15, 2023
গদর টু-র সবচেয়ে পজেটিভ দিক হল সিনেমা হলে দর্শকরা একেবারে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন সিনেমাটি। অনেকেই জাতীয় পতাকা সঙ্গে করে হলে সিনেমা দেখতে আসছেন। ফলে 'গদর টু'-কে ঘিরে উন্মাদনা বাড়ছে। একই দিনে বক্স অফিসে আরও একটি সফল সিনেমা ওএমজি টু রিলিজ না করলে গদর টু ইতিমধ্যেই দুশো কোটি টপকে যেত বলে বিশেষজ্ঞদের মত।