Elvis Yadav (Photo Credit: Instagram)

নয়াদিল্লিঃ ফের শিরোনামে বিখ্যাত ইউটিউবার বিগ বস ওটিটি’- বিজেতা এলভিস যাদব(Elvish Yadav) জনপ্রিয় ইউটিউবারের গুরুগ্রামের বাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাল দুষ্কৃতীরা রবিবার ভোর টার দিকে এই ঘটনা ঘটে এই ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি এই সময় বাড়িতে ছিলেন না এলভিস, এমনটাই সূত্রের খবর সেই সময় বাড়িতে ছিলেন গৃহসহায়ক এবং কেয়ারটেকর ভাগ্যের জোরে প্রাণে বাঁচেন তাঁরা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ খতিয়ে দেখা হচ্ছে এলাকার সিসিটিভি ফুটেজ

উল্লেখ্য, ইন্টারনেট দুনিয়ার বেশ পরিচিত মুখ এলভিস 'রোডিস', 'লাফটার শেফ', 'বিগ বস'-এর মতো জনপ্রিয় শোতে অংশগ্রহণ করেছিলেন তিনি সোশ্যাল মিডিয়ায় অসংখ্য ভক্ত তাঁর প্রসঙ্গত, কদিন আগেই কমেডিয়ান কপিল শর্মার কানাডার ক্যাফেতে গুলি চলার ঘটনা ঘটে সেই হামলার দায় স্বীকার করে বিষ্ণোই গ্যাং। বারবার কেন এভাবে সেলেবদেরই টার্গেট করা হচ্ছে? উঠছে প্রশ্ন

বিগবস খ্যাত এলভিস যাদবের বাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, গুরুগ্রামে শোরগোল