বক্স অফিসে বড় ধাক্কা খেলেন বলিউড সুপারস্টার হৃতিক রোশন। প্রজাতন্ত্র দিবসে বলিউডের মেগা রিলিজ সিনেমা 'ফাইটার' ছুটির আমেজ কাটতেই বক্স অফিসে মুখথুবড়ে পড়ল। গতকাল, সোমবার ফাইটার-এর বক্স অফিস কালেকশন একদিনে ৮৩ শতাংশ কমে গিয়েছে। মেগা বাজেটের এই সিনেমা রিলিজের পঞ্চম দিনে এসে মাত্র ৮ কোটি টাকার ব্যবসা করেছে।
উইকএন্ড মিটে গিয়ে সপ্তাহের শুরুতে ফাইটার-এর মত এত খারাপ ব্যবসা করেনি বলিউডের মেগাফ্লপ কঙ্গনা রানওয়াতের 'তেজস্ব', কিংবা অমিতাভ বচ্চন-আমির খানের 'থাগ অফ হিন্দোস্তান' কিংবা প্রভাসের 'আদিপুরুষ'-ও। ২৫ জানুয়ারি, বৃহস্পতিবার রিলিজ হওয়া সিদ্ধার্থ আনন্দ পরিচালিত 'ফাইটার'শুরু থেকেই বক্স অফিসে তেমন সুবিধা করতে পারছিল না। শুক্রবার প্রজাতন্ত্র দিবস, তারপর পরপর দুটো দিন সাপ্তাহিক ছুটি। হলে দর্শক টানার এমন দারুণ সুযোগ পেয়ে কিছুটা চলছিল হৃতিক-দীপিকা পাড়ুকোন অভিনীত ফাইটার। প্রথম চারদিনে ১২৬ কোটি টাকার ব্যবসা করে হৃতিক-দীপিকার এই সিনেমা। কিন্তু বক্স অফিসে যে কোনও ছবির অগ্নিপরীক্ষা হয় রিলিজের পর প্রথম সোমবারে। যে পরীক্ষায় ডাহা ফেল করল 'ফাইটার'।
ছুটির আমেজ কাটতেই একেবারে বক্স অফিসে মুখ পুড়ল 'ফাইটার'-এর। গত বছর শাহরুখ খানের মেগা হিট সিনেমা 'পাঠান'-এর পরিচালক সিদ্ধার্থ আনন্দ ২০২৪-র শুরুতে একরাশ হতাশা উপহার পেলেন। হৃতিকের কাছেও ফাইটার-এর এভাবে ব্যর্থ হওয়াটা বেশ হতাশার। গত বছর দক্ষিণের সিনেমার রিমেক বিক্রম ভেদা-য় অভিনয় করে বক্স অফিসে তেমন সাফল্য পায়নি হৃতিক। এবার হৃতিকের আরও এক সিনেমা 'ফাইটার' বক্স অফিসে খারাপ ফল করল। আগামী বছর বলিউডে ২৫ বছর পূর্তি হৃতিকের। হৃতিকের কেরিয়ারের ২৫ বছরে রিলিজ করছে 'ওয়ার ২'।