একসময়ে দুজনের মধ্যে সম্পর্ক ছিল। কিন্তু বিচ্ছেদের পর বিগত কয়েক বছর ধরে মুখ দেখাদেখি পর্যন্ত বন্ধ রয়েছে সুপারস্টার অক্ষয় কুমার (Akshay Kumar) ও অভিনেত্রী শিল্পা শেট্টির (Shilpa Shetty) মধ্যে। তারপরেও আর্থিক জালিয়াতি মামলায় ভুয়ো সংস্থার শীর্ষপদে ছিলেন দুই তারকা। সম্প্রতি বেস্ট ডিল টিভি নামে একটি ভুয়ো সংস্থার আর্থিক তছরুপ মামলায় উঠে এসেছে দুজনের নাম। সেই সঙ্গে নাম জড়িয়েছে শিল্পার স্বামী রাজ কুন্দ্রারও। মুম্বই পুলিশের অর্থনৈতিক অপরাধ দমন শাখার তদন্তে উঠে এসেছে তিনজনের নাম। সেই কারণে গত সপ্তাহেই শিল্পা ও রাজকে তলব করেছিলেন আধিকারিকরা।
সংস্থার ডিরেক্টর পদে ছিলেন শিল্পা শেট্টি
জানা যাচ্ছে, ৬০ কোটি টাকার জালিয়াতির অভিযোগ উঠেছিল এই তারকা দম্পতির বিরুদ্ধে। তদন্তে পুলিশ জানতে পারে এই সংস্থার ডিরেক্টর পদে ছিলেন শিল্পা। যদিও জেরায় সে জানিয়েছিল, ২০১৭ সালেই এই পদ থেকে পদত্যাগ করেছিলেন অভিনেত্রী। আর তিনি সংস্থার হয়ে প্রচারের জন্য ৪ কোটি টাকা নিয়েছিলেন। যদিও শুক্রবার তদন্তকারীরা জানিয়েছেন, টিভিতে সংস্থার হয়ে প্রচার ও উপস্থাপনের জন্যই সেই টাকা নিয়েছিলেন এবং তা ব্যাখ্যা সাপেক্ষ বিষয়।
ইক্যুইটি হোল্ডার ছিলেন অক্ষয় কুমার
যদিও বাকি ৫৬ কোটি টাকা শিল্পা ও রাজ কেন নিয়েছিলেন, তা তদন্ত করে দেখা হচ্ছে। এদিকে শিল্পার পদত্যাগের পর এই সংস্থার ইক্যুইটি হোল্ডার হিসেবে যুক্ত হয়েছিলেন অক্ষয় কুমার। যদিও সংস্থার দৈনন্দিন কার্যক্রমে তিনি কোনওভাবেই যুক্ত ছিলেন না। তবে আগামীদিনে অক্ষয়কে তলব করতে পারে বলে জানিয়েছে অর্থনৈতিক অপরাধ দমন শাখা।