মুম্বই, ১৫ সেপ্টেম্বর: বড় খবর বলিউডে (Bollywood)। মা হতে চলেছেন ক্য়াটরিনা কাইফ (Katrina Kaif Is Pregnant)। ফলে খুশির খবর কাইফ এবং কৌশল (Vicky Kaushal) পরিবারে। মা এবং বাবা হতে চলেছেন ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশল। বেশ কয়েক মাস ধরে ক্যাটরিনা কাইফের অন্তঃসত্ত্বা হওয়ার খবর ছড়াচ্ছিল। এবার সেই খবরে অফিসিয়ালি সিলমোহর পড়ল।
বিয়ের পর থেকে বেশিরভাগ সময় লাইমলাইট থেকে দূরে থাকেন ক্যাটরিনা কাইফ। ভিকি কৌশলের হাত ধরে প্রায়শয়ই ক্যাটরিনা কাইফকে বিভিন্ন জায়গা যেতে দেখলেও, পাপারাৎজ়ির ক্যামেরা থেকে নায়িকা দূরেই থাকেন। এবার নায়িকার অন্তঃসত্ত্বা হাওয়ার খবর মিলতেই, তা নিয়ে বি টাউনে জোর চর্চা শুরু হয়েছে।
এর আগে ভিকি কৌশল ক্যাটের অন্তঃসত্ত্বা হওয়ার খবরে কী বলেন
ক্যাটরিনা কাইফ অন্তঃসত্ত্বা। এই খবর প্রকাশ্যে আসতেই তা নিয়ে মুখ খোলেন ভিকি কৌশল। তিনি বলেন, ক্য়াটরিনা যদি অন্তঃসত্ত্বা হন, সেই খবর তাঁরা সবার সঙ্গে শেয়ার করবেন।
এখনও তাঁদের বাড়িতে কোনও খুশির খবর নেই। খুশির খবর পেলে তাঁরা প্রত্যেকের সঙ্গে ভাগ করে নেবেন বলে জানান ভিকি।