দিল্লি, ২৬ সেপ্টেম্বর: ফের বিপাকে এলভিস যাদব (Elvish Yadav )। বিগ বস ওটিটি জয়ী তথা বিতর্কিত ইউটিউবার এলভিস যাদবের বিপত্তি কার্যত থামছে না। এলভিস যাদবের সম্পত্তি এবার বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এলভিস যাদবের পাশাপাশি গায়ক রাহুল যাদব তথা ফাজ়িলপুরিয়ার () সম্পত্তিও ইডি বাজেয়াপ্ত করেছে বলে খবর। উত্তরপ্রদেশ (Uttar Pradesh) এবং হরিয়ানায় (Haryana) এলভিস যাদব এবং ফাজ়িলপুরিয়ার যত সম্পত্তি ছিল, তা বাজেয়াপ্ত করা হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে।
এর আগেও এলভিস যাদব এবং ফাজিলপুরিয়াকে আটক করে জিজ্ঞাসাবাদ করে ইডি। দুজনকে জিজ্ঞাসাবাদের পর তাঁদের বিবৃতিও রেকর্ড করা হয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে। প্রসঙ্গত রেভ পার্টিতে সাপ সরবারহ করার অভিযোগ এর আগেই ওঠে জনপ্রিয় ইউটিউবার এলভিস যাদবের বিরুদ্ধে। যা নিয়ে বিস্তর বিতর্কের মুখে পড়তে হয় এই ইউটিউবারকে।
রেভ পার্টিতে সাপ এবং সাপের বিষ সরবারহের অভিযোগে এলভিস যাদবকে গ্রেফতার করে নয়ডা পুলিশ। যা প্রথম থেকেই নস্যাৎ করে এলভিস। অন্যদিকে ইডি তাঁর বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ আনে।