মুম্বই, ২২ এপ্রিল : ধরিত্রী দিবসে (Earth Day 2021) নতুন ছবি শেয়ার করলেন করিনা কাপুর খান। যেখানে কখনও সইফ আলি খান এবং তৈমুরকে চাষ করতে দেখা যায়, আবার কখনও বড় গাছের কোটরে বসে থাকতে দেখা যায় পতৌদির ছোট্ট নবাবকে। ধরিত্রী দিবসে সইফ এবং তৈমুরকে 'প্রিয় পুরুষ' বলে ফের সম্মোধন করেন বেবো।
দেখুন...
View this post on Instagram
নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলেই সইফ (Saif Ali Khan) এবং তৈমুরের (Taimr Ali Khan) ছবি শেয়ার করেন করিনা কাপুর খান।
আরও পড়ুন : Gauri Khan, Aryan Khan trolled : মহামারীর মধ্যে কোথায় যাচ্ছেন? তীব্র সমালোচনায় বিদ্ধ শাহরুখের পরিবার
সবে সবে দ্বিতীয় সন্তানের মা হন করিনা কাপুর খান (Kareena Kapoor Khan)। মুম্বইয়ের (Mumbai) ব্রিচ ক্যান্ডি হাসপাতাল থেকে কনিষ্ঠ ছেলেকে নিয়ে সোজা বাড়িতে চলে যান করিনারা। সেই থেকে এখনও পর্যন্ত কনিষ্ঠ ছেলের মুখ দেখাননি করিনা কাউকে।
সম্প্রতি রণধীর কাপুর (Randhir Kapoor) ছোট নাতির ছবি শেয়ার করে ফেলেন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে। যদিও ছবি শেয়ার করার পরপরই তা মুছে ফেলেন রণধীর কাপুর। ভুল করেই রণধীর কাপুর নিজের সোশ্যাল হ্যান্ডেলে ওই ছিব শেয়ার করে ফেলেন বলে মন্তব্য করেন অনেকে।