দিল্লি, ২৯ সেপ্টেম্বর: দশেরায় (Dussehra 2025) রাবণ দহন-এ অংশ নেবেন ববি দেওল (Bollywood Actor Bobby Deol)। দিল্লির (Delhi) রামলীলা ময়দানে এবার দশেরার রাবণ দহনে অংশ নিচ্ছেন ববি দেওল। হিন্দুস্থান টাইমসের খবর অনুযায়ী, ব্যাডস অফ বলিউড স্টার ববি দেওল এবার দিল্লির রামলীলা ময়দানে রাবণ পোড়াবেন ববি দেওল। যা নিয়ে ববি দেওলের অনুরাগীদের মধ্যে উত্তেজনা ছড়াতে শুরু করেছে। একটি ভিডিয়োর মাধ্যমে ববি দেওল রাবন দহনের বার্তা দেন দিল্লির রামলীলা ময়দানে।
ববি দেওল বলেন, 'দিল্লির রামলীলা ময়দানে এবার আমি আসছি। তো আমরা দশেরাতে আমাদের দেখা হচ্ছে।' দেশরায় রামলীলা ময়দানে ববি দেওলের উপস্থিতি এই অনুষ্ঠানকে আরও আকর্যণীয় করে তুলবে বলে উল্লেখ করা হয় অনুষ্ঠান কর্তৃপক্ষের তরফে।
সম্প্রতি আরিয়ান খানের ওয়েব সিরিজ় ব্যাডস অফ বলিউডে হাজির হন ববি দেওল। নেয়ফ্লিক্সের ওই সিরিজ়ে ববি দেওলের পাশাপাশি মোনা সিং, লক্ষ্য, সাহির বম্বা, মনোজ পাওয়ারা রয়েছেন। নেটফ্লিক্সের ওই সিরিজ়ের চূড়ান্ত জনপ্রিয়তার পর এবার ববি দেওল হাজির হচ্ছেন দিল্লির রামলীলা ময়দানের রাবণ দহনে।
গোটা দেশের বিভিন্ন অংশে আজ নবরাত্রির আটদিনে মহাগৌরীর পুজো হচ্ছে। অন্যদিকে দুর্গা পুজোর আজ মহাসপ্তমী। যেখানে সপ্তমী সকালে নবপত্রিকা স্নানের মাধ্যমে শুরু হয়ে গিয়েছে সপ্তমী পুজো।