৩০ নভেম্বর মুম্বইতে তার বহুল প্রত্যাশিত কনসার্টের আগে ভারতে এসে পৌঁছলেন গ্র্যামি বিজয়ী গায়িকা দুয়া লিপা । বৃহস্পতিবার মুম্বইয়ের বেসরকারী বিমানবন্দরে এসে পৌঁছান আন্তর্জাতিক পপ তারকা। দুয়া লিপা (Dua Lipa) জোমাটো ফিডিং ইন্ডিয়া কনসার্ট ২০২৪ ( Zomato Feeding India Concert 2024)-এর দ্বিতীয় সংস্করণ ভারতে আয়োজিত হবে ৩০ নভেম্বর। মুম্বইয়ের বান্দ্রা কুরলা কমপ্লেক্সে মুম্বাই মেট্রোপলিটন অঞ্চল উন্নয়ন কর্তৃপক্ষ (MMRDA, BKC) আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এই কনসার্টটি ক্ষুধা ও অপুষ্টি মোকাবেলা করার লক্ষ্যে একটি উল্লেখযোগ্য উদ্যোগ। ২০৩০ সালের মধ্যে বিশ্বব্যাপী খাদ্য চাহিদাকে শূণ্যে আনার লক্ষ্যে এই কনসার্ট।
#WATCH | Grammy-winning singer and songwriter Dua Lipa has arrived in Mumbai for her 30th November concert pic.twitter.com/YK6eDkJMRf
— ANI (@ANI) November 29, 2024
এটি ভারতে দুয়ার দ্বিতীয় পারফরম্যান্স। তার প্রথমটি ছিল ২০১৯ সালে নাভি মুম্বাইয়ের ওয়ানপ্লাস মিউজিক ফেস্টিভ্যালে।এরপর ২০২৩ সালের ডিসেম্বরে দুয়া রাজস্থানে কয়েকদিন কাটিয়েছিলেন। একটি সাক্ষাত্কারে দুয়া ভারতের প্রতি তার অভিজ্ঞতা সম্পর্কে বলেন , "আমি সবসময় ভারতে আসার একটি অজুহাত পছন্দ করি। এটি এত সুন্দর একটি দেশ, এবং আমার কাছে ভ্রমণের অনেক স্মৃতি রয়েছে।