মুম্বই, ১৯ নভেম্বর: বক্স অফিসে ঝড় দিয়ে শুরু দৃশ্যম টু-র। প্রথম পার্টের সাত বছর পর দ্বিতীয় পার্ট মুক্তি পেয়ে দৃশ্যম টু-কে নিয়ে দর্শকদের কাছ থেকে রেকর্ড সাড়া মিলছে। ওপেনিং ডে কালেকশনে বলিউডে বছরের দ্বিতীয় সেরা সিনেমা হল অজয় দেবগণ, টাব্বু-র 'দৃশ্যম টু'। মুক্তির দিন অভিষেক পাঠক পরিচালিত এই সিনেমা ১৫ কোটি ৩৮ লক্ষ টাকার ব্যবসা করল। পজেটিভ রিভিউ পাওয়ায় শনি, রবিবার দৃশ্যম টু-র ব্যবসা আরও বাড়তে চলেছে বলে মনে করা হচ্ছে।
যেখানে ব্লক-ব্লাস্টার ভুল ভুলাইয়া টু- প্রথম দিনে ব্যবসা করেছিল ১৪.১১ কোটি টাকা। এখনও পর্যন্ত বছরের সবচেয়ে বড় হিট 'ব্রহ্মাস্ত্র' মুক্তির দিন ৩৬ কোটির ব্যবসা করেছিল। তবে 'ব্রহ্মাস্ত্র'-র বাজেট ছিল অনেক বেশি। আরও পড়ুন-অতিমাত্রায় ‘সাপ্লিমেন্ট’, ‘স্টেরয়েড’ নেওয়ার ফলেই হৃদরোগের প্রবণতা বাড়ছে, ক্ষোভ সুনীল শেট্টির
দেখুন টুইট
#Drishyam2 vs #BhoolBhulaiyaa2 at *national chains*… *Day 1* biz…
⭐️ #Drishyam2#PVR: 3.45 cr#INOX: 2.75 cr#Cinepolis: 1.40 cr
Total: ₹ 7.60 cr
⭐️ #BhoolBhulaiyaa2#PVR: 3.27 cr#INOX: 2.61 cr#Cinepolis: 1.35 cr
Total: ₹ 7.23 cr pic.twitter.com/LKIGBSjkPa
— taran adarsh (@taran_adarsh) November 19, 2022
মাল্টিপ্লেক্সে ঝড় তুলছে অজয়-টাব্বুর থ্রিলার 'দৃশ্যম টু'। মুক্তির দিন পিভিআর-এ ৩.৪৫ কোটি, আইনক্সে ২.৭৫, সিনেপোলিসে ১.৪০ কোটির ব্যবসা দিয়েছে 'দৃশ্যম টু'-র। সাম্প্রতিক কালে অজয় দেবগণের যে সিনেমা সবচেয়ে বেশি হিট হয়েছিল, সেই তানাজি মুক্তির দিন ব্যবসা দিয়েছিল ১৫.১০ কোটি।