ফের উষ্ণতা ছড়ালেন দিশা পাটানি। (Photo Credits: Instagram)

মুম্বই, ১৭মে: সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে বলিউডের তরুণ ব্রিগেডের সুন্দরী সদস্য দিশা পাটানি (Disha Patani) বিখ্যাত উষ্ণতা ছড়ানো পোস্টের জন্য। কখনও অর্ধনগ্ন পোশাক, তো কখনও মিনি শর্ট স্কার্ট। দিশা মানেই সোশ্যাল মিডিয়া (Social Media)-য় দিশাহারা করা নানা পোস্ট। 'ভারত'(Bharat) সিনেমায় তাঁর আইটেম সং ব্যাপক জনপ্রিয়তা লাভের পর, সোশ্যাল মিডিয়ায় ফের নিজের উষ্ণ ছবি পোস্ট করলেন 'বাগি টু' খ্যাত নায়িকা।  এমএসধোনি-র আত্মজীবনী মূলক সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখা দিশা স্কিন টাইট ব্লু ডেনিম ও সাদা শার্ট পোশাক পরে উষ্ণ ছবি পোস্ট করলেন। এর আগে একাধিকবার সোশ্যাল মিডিয়ায় অতি স্বল্প পোশাকে ছবি পোস্ট করে একি সঙ্গে সমালোচিত ও প্রশংসিত হয়েছেন উত্তরপ্রদেশের মেয়ে দিশা। দেখুন দিশার সেই ইনস্টাগ্রাম পোস্ট।

 

View this post on Instagram

 

🤷🏼‍♀️🤷🏼‍♀️🤷🏼‍♀️ #MyCalvins @calvinklein

A post shared by disha patani (paatni) (@dishapatani) on

২০১৬ সালে এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি (MS Dhoni:The Untold Story) সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় দিশা পাটানির। গত বছর টাইগার শ্রফের বিপরীতে 'বাগি টু'সিনেমায় দিশার অভিনয় নজর কাড়ে। সিনেমার পাশাপাশি দিশার ব্যক্তিগত জীবন নিয়েও তাঁর ভক্তরা দারুণ আগ্রহী। বিভিন্ন মিডিয়ার খবর সথ্যি হলে, টাইগার শ্রফই হলেন দিশার বয়ফ্রেন্ড। বিভিন্ন সময়ে দুজনকে কাছাকাছি দেখা যায়। সলমন খানের বহু প্রতীক্ষিত সিনেমা 'ভারত'-এ এক আইটেম সংয়ে দিশাকে দেখা যাবে। এই গানটির 'স্লো মোশন মে' গানে দিশার নাচ সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয় হয়।