
মুম্বই, ৩ জুন: কেমন আছেন দীপিকা কাকর (Dipika Kakar’s Health Update)। লিভার ক্যানসারের স্টেজ টু বহন করছেন দীপিকা। সেই অবস্থায় কেমন আছেন অভিনেত্রী, তা নিয়ে অনুরাগীদের মনে প্রশ্নের অন্ত নেই। দীপিকা কাকর কেমন আছেন, তা জানালেন শোয়েব ইব্রাহিম। দীপিকার স্বামী (Shoaib Ibrahim) জানান, তাঁর স্ত্রীর পেটে টেনিস বলের আকারের টিউমার বাসা বেঁধেছে। যা স্টেজ টু ক্যানসারের (Stage 2 Liver Cancer) পর্যায়ে পৌঁছে গিয়েছে। দীপিকার স্টেজ টু ক্যানসার নিরাময় করতে সময় লাগবে বলে জানান শোয়েব ইব্রাহিম। তবে দীপিকার মনে জোর অপরিসীম। তাই প্রত্যেকে যাতে দীপিকার জন্য প্রার্থনা করেন, সেই আবেদন জানান শোয়েব।
শোয়েব কী জানালেন
৩ জুন অর্থাৎ মঙ্গলবার দীপিকা কাকরের অস্ত্রোপচার হবে। তাই প্রত্যেকে যাতে তাঁর স্ত্রীর জন্য প্রার্থনা করেন, সেই আবেদন জানান শোয়েব ইব্রাহিম। মঙ্গলবার সকাল থেকেই শুরু হবে দীপিকার অস্ত্রোপচার। সময় লাগবে দীর্ঘক্ষণ। ফলে দীপিকার জন্য সবাই প্রার্থনা করুন বলে অনুরাগীদের কাছে আবেদন জানান শোয়েব ইব্রাহিম।
এর আগে অস্ত্রোপচারের তারিখ দিয়েও চিকিৎসকরা পিছিয়ে যান। দীপিকার ঠাণ্ডা লেগে সর্দি, কাশি হয়। সেই সঙ্গে জ্বরও ছিল। ফলে জ্বরের সময় অস্ত্রোপচার করা বেশ বিপজ্জনক। ফলে বেশ কিছুদিন হাতে সময় নিয়ে তারপর দীপিকার অস্ত্রোপচার শুরু করেন চিকিৎসকরা।
পহেলগাম হামলার কিছু আগেই দীপিকা কাকর, শোয়েব ইব্রাহিমরা কাশ্মীর থেকে ফেরেন। কাশ্মীর থেকে ফেরার পর দীপিকা এবং শোয়েব নিজেদের মুখে বিপদ থেকে রক্ষা পাওয়ার কথা জানান। তার মাঝেই হঠাৎ করে দীপিকার পেটে টিউমার ধরা পড়ে। সেই টিউমার থেকে স্টেজ টু ক্যানসারে দীপিকা আক্রান্ত বলে জানা যায়।